বুধবার, ০৮ মে ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৫৮ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৯:৩৬ অপরাহ্ণ

শিহাব হোসেন: মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

টাঙ্গাইল মির্জাপুরে বিএনপি নেতা আবুল কালাম আজাদকে আটকের খবরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরের গোড়াইল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মির্জাপুর থানার ওসি মো. রেজাউল করিম।

আবুল কালাম আজাদ সিদ্দিকী বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানায়,  উপজেলার গোড়াইল গ্রামে বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়িতে জমায়েত হয়।

এমন খবরে পুলিশ সেখানে উপস্থিত হয়। এ সময় আবুল কালাম আজাদকে আটক করতে গেলে নেতাকর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ত্রিমোহন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক একত্রিত করে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গেলে তারা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে নাশকতা মামলার আসামি( উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক) জসিম উদ্দিন খান(৫০),  গোলাম মোস্তফা জীবন (৫৫)(যুবদলের আহ্বায়ক )ও গোড়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল মিয়াকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
বিএনপির কয়েকজন নেতা জানান, তিন দিনের অবরোধ কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীরা আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়িতে জমায়েত হতে থাকেন। খবর পেয়ে বাড়ির মালিককে আটকের চেষ্টা করে পুলিশ। পরে পুলিশের কাছ থেকে তাকে ছাড়িয়ে নেওয়া হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে আবুল কালাম আজাদের বাড়িতে জমায়েত হয়। খবর পেয়ে পুলিশ গেলে তারা ইটপাটকেল ছোড়ে এবং মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জমায়েত করে। এ সময় পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর