শনিবার, ০৪ মে ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

আত্ম-সামাজিক উন্নয়নে স্থানীয়দের মাঝে ৪০ বিজিবির সেলাই মেশিন, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৪২ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৫:৫৭ অপরাহ্ণ

ছোটন চৌধুরী, মাটিরাঙ্গা প্রতিনিধি : খাগড়াছড়ির সবুজ পাহাড়ে সীমান্ত রক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির পলাশপুর জোন (৪০ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি আত্ম সামাজিক উন্নয়নের লক্ষে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচী আওতাধীন বিভিন্ন এলাকার স্থানীয় শতাদিক পাহাড়ি-বাঙ্গালী, অসহায়, হতদরিদ্র বিভিন্ন ব্যক্তিকে ৩টি সেলাই মেশিন, ২১ বান ঢেউটিন, চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান, ২টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য আর্থিক সহায়তা সহ অসহায় পিতার কণ্যার বিয়ের উপহার সামগ্রী বিতরণ করেন, পলাশপুর জোন অধিনায়ক।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে পলাশপুর জোন সদরে বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেদাছড়া ব্যাটালিয়ন পলাশপুর জোন কমান্ডার লেঃ কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, পিএসসি।

এসময় পলাশপুর জোনের সহকারী পরিচালক মোহাঃ দেলোয়ার হোসাইনসহ বিজিবি’র বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি লে: কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, পিএসসি, ডেঙ্গু সংক্রমণে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানিয়ে বলেন, পার্বত্যাঞ্চলে শান্তি-সম্প্রীতি-উন্নয়ন ও সীমান্ত রক্ষার পাশাপাশি আত্ম সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে ৪০ বিজিবি। ভবিষ্যতেও বিজিবির এমন মানবিক কর্মকাণ্ডের ধারা অব্যহত থাকবে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর