বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো নিজামপুর কলেজ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৮২ বার পঠিত
আপডেট : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ৬:৩৪ অপরাহ্ণ

কামরুল হাসান:উচ্চ মাধ্যমিক (২০২৩-২৪) শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নিজামপুর সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় নিজামপুর সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের আয়ন ব্যায়ন কর্মকর্তা অধ্যাপক মোঃ জসিম উদ্দিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ আশরাফ উদ্দিন। এছাড়া কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে বলেন, মেডিকেল, বুয়েট-সহ দেশসেরা বিভিন্ন পাবলিক ভার্সিটিতে ভর্তি হতে চাইলে উচ্চমাধমিক থেকেই প্রস্তুতি নিতে হবে। ক্যারিয়ারে ভালো কিছু করতে চাইলে উচ্চ মাধ্যমিকই এক মাত্র উত্তম সময়।

বক্তারা বলেন, উচ্চ মাধ্যমিকে যারা ভালো করে মনোযোগ সহকারে পড়াশুনা করেছেন, ইতিহাসে তারাই ভালো কিছু করছেন। শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে নিজামপুর সরকারি কলেজের আয়ন ব্যায়ন কর্মকর্তা অধ্যাপক মোঃ জসিম উদ্দিন এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর