শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় ট্যাব বিতরন অনুষ্ঠান

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৬০ বার পঠিত
আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩, ১১:২৩ অপরাহ্ণ

ছোটন চৌধুরী, মাটিরাঙ্গা প্রতিনিধি:খাগড়াছড়ির মাটিরাঙ্গার মাধ্যমিক পর্যায়ের সরকারি ও এমপিওভুক্ত বিদ্যালয় গুলোর নবম দশম শ্রেণির ১৯৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে।

শনিবার ৮জুলাই বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিসংখ্যান অফিস কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি শিক্ষার্থীর হাতে ট্যাবগুলো তুলে দেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোহতাছিম বিল্লাহ স্বাগত বক্তব্য দেন। এ সময়, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণমিত্র বড়ুয়া, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা প্রমুখ বক্তব্য দেন।

উপজেলার ১৩ টি এমপিওভুক্ত মাধ্যমিক ও সমমান পর্যায়ের প্রতিষ্ঠান এর মধ্যে ১০ টি মাধ্যমিক বিদ্যালয় বাকি ৩টি মাদ্রাসায় সর্বমোট ১৯৮ টি ট্যাব বিতরন করা হয়।

অনুষ্ঠানে, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিসুজ্জামান ডালিম, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক সহ অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর