শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন

প্রকৃতি জীববৈচিত্র্য অক্ষুণ্ণ রাখতে সুজন’র মানববন্ধন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৪৫ বার পঠিত
আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩, ১২:৪৫ পূর্বাহ্ণ

মো. শাহজাহান :নির্বিচারে পাহাড় কাটা বন্ধ করা, নদী-ছড়া, পুকুর-জলাশয় রক্ষা এবং পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য অক্ষুন্ন রাখার দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ রবিবার সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গনে এই কর্মসূচির আয়োজন করে সুজন-সুশাসনের জন্য নাগরিক খাগড়াছড়ি জেলা শাখা।

সুজনের জেলা সভাপতি এডভোকেট নাসির উদ্দিন আহমদ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সুজনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নির্মল কান্তি দাশ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, নারী অধিকার নেত্রী লালসা চাকমা, দৈনিক অরণ্যবার্তা সম্পাদক চৌধুরী আতাউর রহমান, সাংবাদিক আজিম উল হক ও অপু দত্ত।

বক্তারা সাম্প্রতিককালে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে নির্বিচারে পাহাড় কাটাসহ প্রকৃতি ধংসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারা প্রশাসনকে পরিবেশ-প্রতিবেশ বিরোধি কর্মকান্ড বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর