জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে উল্লাস করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রায় ঘোষণার পরপরই তারা উল্লাসে ফেটে পড়েন। তাদের মধ্যে অনেকে শেখ হাসিনার বিরুদ্ধে মিছিলও করেছেন। এ সময় টিএসসিতে উপস্থিত শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ করেন।
মিছিলে ‘হাসিনার দিন শেষ, মিষ্টি খাবে বাংলাদেশ’, এই মুহূর্তে খবর এলো ‘হাসিনার ফাঁসি হলো’সহ নানা স্লোগান দেন।
এর আগে সোমবার বেলা সকাল ১১টা থেকে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত শেখ হাসিনার বিচারের রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সরাসরি সম্প্রচারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এ উপলক্ষে টিএসসির পায়রা চত্বরে বসানো হয় বড় পর্দা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাইরেও অনেকেই রায় দেখতে অংশ নেন।
রায় ঘোষণার পর ডাকসুর উদ্যোগে আনন্দ মিছিল বের করেন টিএসসিতে উপস্থিত শিক্ষার্থী ও জনতা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রো থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
মিছিলে ‘হাসিনার দিন শেষ, মিষ্টি খাবে বাংলাদেশ’, এই মুহূর্তে খবর এলো ‘হাসিনার ফাঁসি হলো’সহ নানা স্লোগান দেন।
এর আগে সোমবার বেলা সকাল ১১টা থেকে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত শেখ হাসিনার বিচারের রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সরাসরি সম্প্রচারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এ উপলক্ষে টিএসসির পায়রা চত্বরে বসানো হয় বড় পর্দা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাইরেও অনেকেই রায় দেখতে অংশ নেন।
রায় ঘোষণার পর ডাকসুর উদ্যোগে আনন্দ মিছিল বের করেন টিএসসিতে উপস্থিত শিক্ষার্থী ও জনতা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রো থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
রায়ের প্রতিক্রিয়ায় ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের বলেন, এ রায়ে আমাদের চূড়ান্ত সন্তুষ্টি না। হাসিনাকে দিল্লি থেকে গলায় দড়ি দিয়ে এনে ফাঁসি কার্যকর করলে আমাদের চূড়ান্ত সন্তুষ্টি হবে। যতদিন পর্যন্ত না খুনি হাসিনাকে বাংলাদেশে এসে ফাঁসি দেওয়া না হবে ততদিন পর্যন্ত সবাইকে রাজপথে থাকতে হবে।
এ ছাড়া ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, দীর্ঘ ১৭ বছরে গুম, খুন, অত্যাচার, নির্যাতন, লুটতরাজ, চাঁদাবাজির মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। এ রায়ই চূড়ান্ত নয়। অনতিবিলম্বে খুনি হাসিনা এবং তার দোসরদের ভারত থেকে টেনে হিঁচড়ে নিয়ে এসে বাংলার মাটিতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।