বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কালিগঞ্জের সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার জ্যামাইকায় তাণ্ডবলীলা চালিয়ে এবার নতুন দেশের পথে ‘হারিকেন মেলিসা’ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যের মামলা উত্তরায় হামলার শিকার সেই নারী-পুরুষ স্বামী-স্ত্রী নন ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবেলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু হালদা নদীতে ভেসে উঠল ২০ কেজি ওজনের মৃত কাতলা রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু হাতিয়ায় মব ভায়োলেন্সের শিকার প্রাথমিকের সহকারী শিক্ষক

হাতিয়ায় মব ভায়োলেন্সের শিকার প্রাথমিকের সহকারী শিক্ষক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৮৫ বার পঠিত
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১:০২ অপরাহ্ণ

হাতিয়া, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় মব সন্ত্রাস সৃষ্টি করে প্রাথমিক শিক্ষকের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান শিক্ষক’কে দায়ী করে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর মঙ্গলবার দুপুরে একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী সহকারী শিক্ষক ইয়াছিন আরাফাত।

অভিযোগে উল্লেখ করা হয়, হাতিয়া উপজেলার বড়দেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ভূঁইয়া’র আজ্ঞাবহ একদল সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক একই স্কুলের সহকারী শিক্ষক ইয়াছিন আরাফাত হামলা ও লাঞ্ছনার শিকার হন।

ওই সন্ত্রাসীরা ২৭ অক্টোবর বেলা ১১টার সময় স্কুলে এসে প্রথমে তাকে গালিগালাজ করে যায়। দুপুরে আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে আসেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান।
এসময় বিদ্যালয়ের সাবেক সভাপতি হাবিবুল্লাহ মিয়া ও তার ছেলে এবং ভাতিজা এসে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বরাদ্দ ও আর্থিক দুর্নীতিসহ নানান অনিয়মের অভিযোগ করেন। বিষয়টি শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এ শিক্ষা কর্মকর্তা। এ অভিযোগ উপস্থাপনের পিছনে ভুক্তভোগী শিক্ষক জড়িত আছে সন্দেহে প্রধান শিক্ষক বাকবিতন্ডায় লিপ্ত হয়। পরে স্কুল ছুটির সময় ভুক্তভোগী শিক্ষক বাড়ি যাওয়ার জন্য বের হলেই প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ভূঁইয়া ও তার আজ্ঞাবহ সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পনামতো মব সৃষ্টি করে তাকে আক্রমন করে। এসময় তাকে প্রাণনাশের উদ্দেশ্যে গলা পেঁচিয়ে কিল-ঘুষি, ইট দিয়ে মাথায় ও গায়ে-পিঠে আঘাত করা হয়।

লিখিত অভিযোগে আরো উল্লেখ করা হয়, ঘটনামুহূর্তে ভুক্তভোগী শিক্ষকের শোরচিৎকারে পার্শ্ববর্তী কয়েকজন নারীপুরুষ এসে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি চিকিৎসা নেন।

ভুক্তভোগী সহকারী শিক্ষক ইয়াছিন আরাফাত বলেন, প্রধান শিক্ষক পূর্বপরিকল্পনা অনুযায়ী মব ভায়োলেন্সের মাধ্যমে তার উপর সন্ত্রাসী হামলা করায়। এ ঘটনায় তিনি শিক্ষা ডিপার্টমেন্টের মাধ্যমে আইনী সহায়তা কামনা করেন।

এ বিষয়ে হাতিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, এটি একটা নোংরা ঘটনা। ছোট ছোট শিক্ষার্থীদের দিয়ে অভিযোগ সৃষ্টি করে যেভাবে মব ঘটানো হয়েছে তা কারো জন্য শুভকর নয়। তিনি আরো বলেন, সার্বিক বিষয়ে তদন্ত চলমান আছে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর