মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগ নেতা রিজন বড়ুয়া কারাগারে

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪৯ বার পঠিত
আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রিজন বড়ুয়াকে চাঁদাবাজির মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। জানাযায়, এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে খোকন বড়ুয়া নামের এক ব্যক্তির দোকান ঘর দখলের অভিযোগ উঠেছে।

এই ঘটনা নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এই চক্রটির বিরুদ্ধে ভুক্তভোগী খোকন বড়ুয়া চাঁদাবাজি মামলাও দায়ের করেছেন আদালতে। ওই মামলায় জিটু বড়ুয়া কারাগারে রয়েছে। এইদিকে রিজন বড়ুয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী খোকন বড়ুয়া ও তার পরিবারকে মামলা প্রত্যাহারসহ নানা হুমকি দিয়ে আসছে। যার ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে খোকন বড়ুয়া ও তার পরিবার।

ভুক্তভোগী খোকন বড়ুয়া জানিয়েছেন, চলতি বছরের ২৬ জুন গ্রেফতারকৃত জিটু বড়ুয়াসহ ৩ জনকে আসামী করে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। বিজ্ঞ আদালতের নির্দেশে ঘটনার সত্যতা পেয়ে সম্প্রতি আদালতে তদন্ত প্রতিবেদন প্রেরণ করেন তদন্তকারি কর্মকর্তা রামু থানার এসআই কামাল হোসেন। গতকাল রবিবার জিটু বড়ুয়াসহ অন্যান্য আসামীরা ওই মামলায় জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত জিটু বড়ুয়ার জামিন নামঞ্জুর করেন। মামলার অন্যান্য আসামীরা হলেন- শিবু বড়ুয়ার ছেলে রুবেল বড়ুয়া ও ভোলা বড়ুয়ার ছেলে শিবু বড়ুয়া।

মামলার বাদি ব্যবসায়ি খোকন বড়ুয়া জানিয়েছেন, মামলায় অভিযুক্তরা বাদীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা না দেয়ায় আসামীরা বাদীর ভাড়ায় প্রদান করা দোকান ঘর বন্ধ করে দেয়। এমনকি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় বাদী ও বাদীর ছোট ভাই অপু বড়ুয়াকে মারধর এবং দোকান ঘরে থাকা দেড় লাখ টাকার মালামাল ও নগদ টাকা লুট করে।

তদন্তকারি কর্মকর্তা রামু থানার এসআই কামাল হোসেন জানিয়েছেন- তদন্তে ঘটনার সত্য পেয়ে তিনি বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দিয়েছেন। মামলায় অভিযুক্তরা এখনো বাদীর দোকান ঘর দখল করে রেখেছে।

এদিকে মামলার বাদী ও পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, জিটু বড়ুয়ার আত্নীয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজন বড়ুয়ার নেতৃত্বে মামলার অন্য আসামীরা প্রতিনিয়ত তাদের বসত বাড়ি জবরদখলসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ কারণে তারা পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনকি তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিজেদের জান-মালের নিরাপত্তা চেয়েছেন।
অপরদিকে খোকন বড়ুয়ার স্ত্রী তার স্বামী ও পরিবারের নিরাপত্তা চেয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার বরাবর একটি আবেদনও দিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, রিজন বড়ুয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হলেও প্রতিনিয়ত রামু থানার আশপাশে ঘুরাঘুরি এবং থানায় দালালীকাজে ব্যস্ত থাকেন।এদিকে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রিজন বড়ুয়া ও তার সাঙ্গপাঙ্গদের এখনো গ্রেফতার না করায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। এলাকাবাসী অবিলম্বে রিজন বড়ুয়াকে গ্রেফতারের দাবি করেন।

গতকাল নানাভাবে চেষ্টা করেও অভিযুক্ত রিজন বড়ুয়ার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। কক্সবাজার জেলা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, রিজন বড়ুয়া গংদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছে খোকন বড়ুয়া। তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর