নিজস্ব প্রতিনিধি ঃদেশীয় সুস্থ সংস্কৃতি চর্চায় শুদ্ধ চেতনায় উজ্জীবিত হতে হবে প্রজন্মকে।
সারগাম সংগীত পরিষদের উদ্যোগে নগরীর শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে সম্প্রতি অনুষ্ঠিত সভায় বক্তাগন এসব কথা বলেন।
সংগঠনের সাধারন সম্পাদক আবদুল হালিমের সঞ্চালনায় সিনিয়র শিক্ষক শিউলি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বেতার এবং টেলিভিশনের প্রখ্যাত সুরকার এবং কন্ঠ শিল্পী আবদুল মান্নান রানা।
বিশেষ অতিথি ছিলেন জাসাসের সচিব মামুনুর রশীদ শিপন, সুরকার ফরিদ বঙ্গবাসী,স্নিগ্ধা আচার্য এবং সারগাম সংগীত পরিষদের অন্যতম উপদেষ্টা রোটারিয়ান অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত।