স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলার পুরস্কার পেয়েছেন তানজিদ হাসান। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাঁহাতি ওপেনার। রান পাওয়ায় এগিয়েছেন জাকের আলিও।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করে আইসিসি। টি-টোয়েন্টি বোলারদের মধ্যে অগ্রগতি হয়েছে তানজিম হাসানের।
এশিয়ার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় শুরুটা ভালো হয়নি তানজিদের। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে এক চারে ১৮ বলে ১৪ রান করেন তিনি। শ্রীলঙ্কা ম্যাচে তো রানের খাতাই খুলতে পারেননি।
ব্যর্থতা ঝেড়ে ফেলে আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ান তানজিদ। ৩ ছক্কা ও ৪টি চারে ৩১ বলে খেলেন ৫২ রানের চমৎকার ইনিংস। যার সৌজন্যে র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে এখন ৩৫তম স্থানে আছেন তিনি।
বাংলাদেশের ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এখন সবার ওপরে তানজিদ। এই সংস্করণে ক্যারিয়ার সেরা অবস্থান থেকে পাঁচ ধাপ দূরে তিনি।
এশিয়া কাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে একটিতেও আউট হননি জাকের। আসরে করেছেন যথাক্রমে শূন্য, ৪১ ও ১২। এই পারফরম্যান্সে তিন ধাপ উন্নতি করে এখন ৫৭তম স্থানে তিনি।
এক ধাপ অবনতি হয়েছে অধিনায়ক লিটন কুমার দাসের। তিনি আছেন ৪২ নম্বরে। আগের মতোই ৪৮তম স্থানে তাওহিদ হৃদয়। ৮ ধাপ পিছিয়ে পারভেজ হোসেনের অবস্থান ৭৫তম।
আসরে প্রথম দুই ম্যাচ খেলে ৩ উইকেট নেওয়া তানজিম বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ৫ ধাপ। ডানহাতি এই পেসার আছেন ৪২তম স্থানে। বোলারদের তালিকায় বাংলাদেশের আর কারো উন্নতি হয়নি।
চার ধাপ পিছিয়ে পঞ্চদশ স্থানে মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই এখন সবার ওপরে। দুই ধাপ নিচে নেমে নিউ জিল্যান্ডের ম্যাট হেনরির সঙ্গে যৌথভাবে ২০ নম্বরে শেখ মেহেদি হাসান। আগের মতো ২৪তম স্থানে রিশাদ হোসেন। তাসকিন আহমেদের অবনতি ৫ ধাপ, অবস্থান ৩০তম।
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে প্রথম ৫০ জনের মধ্যে আছেন কেবল মেহেদি। ভারতের ওয়াশিংটন সুন্দারের সঙ্গে যৌথভাবে ৩৯তম স্থানে আছেন তিনি।