মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বেরোবি শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত, মহাসড়ক অবরোধের পর প্রশাসনের আশ্বাস সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য খাবার পরিবেশন  ডাকসু ভিপি পদে চমক দেখাতে পারেন তাহমিনা আক্তার বেরোবির সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের নেতৃত্বে আইভি – মেহেদী রংপুরে গ্রেফতার বেরোবি ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক নাহিদ ১৫০০ তম পবিত্র ঈদে মিলাদুন্নবী(ﷺ)বিশ্বের সর্ববৃহত জশনে জুলুছ অনুষ্ঠিত চট্টগ্রামে বেরোবিতে মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা নিজ গ্রামে সংবর্ধিত হলেন সেনবাগ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক রুবেল পটিয়া জিরি ইউনিয়নের কৈয়গ্রামের নোয়াপাড়ায় এক বৃদ্ধকে মারধর করে গুরুত্বর জখম সরকারি সিটি কলেজ বিএনসিসি প্লাটুনে পি.ইউ.ও. বিদায় ও ক্যাডেট সার্জেন্ট ইনচার্জের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বেরোবির সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের নেতৃত্বে আইভি – মেহেদী

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৪ বার পঠিত
আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫০ অপরাহ্ণ

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সমাজবিজ্ঞান বিভাগের বিতর্ক সংগঠন ‘সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাব’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) এ ক্লাবটির যাত্রা শুরু হয়।

নবগঠিত সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করবেন এম. এ আইভি এবং সাধারণ সম্পাদক মো: মিনহাজুর রহমান মেহেদী।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি বিধান চন্দ্র রয়, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রিপন শাহারিয়ার, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান জয়, সহ- সাংগঠনিক সম্পাদক মোফাখখারুল ইসলাম, অর্থ সম্পাদক মুমতাহিনা পারভীন তৃষা, দপ্তর সম্পাদক, শাওন, বিতর্ক ও কর্মশালা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার, তথ্য ও প্রচার সম্পাদক শুভ মোহন্ত, মানব সম্পদ সম্পাদক আইরিন আক্তার এবং লিঙ্গ সমতা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান আঁখি।

নবগঠিত কমিটির সভাপতি এম. এ আইভি বলেন, এই ক্লাব আমাদের মেধা, যুক্তি ও প্রকাশভঙ্গি বিকাশের অন্যতম সুন্দর একটি ক্ষেত্র। আমরা চাই ক্লাবকে শুধু প্রতিযোগিতার জন্য নয়, জ্ঞান ও সংস্কৃতির বিনিময়ের একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে। আমাদের ভবিষ্যৎ লক্ষ্য হলো নতুন সদস্য সংগ্রহ করা এবং তাদের সক্রিয়ভাবে ক্লাবের কার্যক্রমে যুক্ত করা। আমরা বিভিন্ন কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতা এবং প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে সবার দক্ষতা বাড়াতে কাজ করব। এছাড়া, আন্তঃবিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ে আমাদের ক্লাবকে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করার চেষ্টা থাকবে।

সাধারণ সম্পাদক মো মিনহাজুর রহমান মেহেদী বলেন, আমি সব সময় মনে করি বিতর্ক শুধু একটি প্রতিযোগিতা নয় এটি একটি ছাত্রের জন্য আত্মবিশ্বাসের উৎস। নিজের বিভাগের প্রথম বিতর্ক ক্লাবের কমিটির সাথে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং বিমোহিত । আমাদের লক্ষ্য হলো ক্লাবের কার্যক্রমকে আরও প্রাণবন্ত করা, নতুন সদস্যদেরকে উৎসাহিত করা এবং সবার মিলিত প্রচেষ্টায় আমাদের ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আশা করি আমরা সবাই মিলে এই বিতর্কের নতুন যাত্রা সফল করতে পারবো।

সমাজবিজ্ঞান ডিবেট ক্লাবের উপদেষ্টা এবং সে বিভাগের শিক্ষক রাম প্রশাদ বর্মন বলেন, আমরা সব সময় চিন্তা করি কিভাবে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করা যায়। এই ক্লাবের পরিকল ছিল অনেক আগে থেকেই। আশা করি শিক্ষার্থীরা বিতর্ক চর্চার মাধ্যমে নিজেদেরকে একটি উন্নত মানসিকতা মানুষ হিসেবে গড়ে তুলবেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর