সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেফতার সিলেটে গণঅভ্যুত্থানের ৪ শহীদের কবর জিয়ারত করলেন নবাগত ডিসি ৩ পৃষ্ঠার চিঠি লিখে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করলেন বেরোবি শিক্ষার্থী নগরফুলের এক দশক পূর্তি উৎসব উদযাপিত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হলেন তাহমিনা আক্তার “৯ ও ১০ নং ওয়ার্ডকে সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম-১০ এ রাখার দাবিতে মানববন্ধন” সেনবাগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ক্লিন সিটি গড়া হবে: ডা. শাহাদাত বড় পরিবর্তন এনে মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন

সিলেটে গণঅভ্যুত্থানের ৪ শহীদের কবর জিয়ারত করলেন নবাগত ডিসি

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৯ বার পঠিত
আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ণ

জাতীয় ডেস্ক:- গুরুত্বপূর্ণ সময়ে সিলেটের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন মো. সারওয়ার আলম। পাথর কোয়ারি সংকট ও অন্যান্য প্রশাসনিক চ্যালেঞ্জের মধ্যেও তিনি দায়িত্ব গ্রহণের প্রথম দিক থেকেই ব্যস্ত হয়ে পড়েছেন।

তবে এ ব্যস্ততার মাঝেও ভুলে যাননি গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানে নিহত শহীদদের।

দায়িত্ব গ্রহণের চার দিনের মাথায় তিনি শহীদদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

রোববার (২৪ আগস্ট) সকালে তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলায় গিয়ে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের কবর জিয়ারত করেন। প্রথমে কাকুরার মান্দার গ্রামে শহীদ সুহেল আহমদের কবর জিয়ারত করেন তিনি।

এরপর শহীদ তারেক আহমদ, ময়নুল হোসেন এবং সর্বশেষ শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেন। এসময় তিনি তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও খোঁজখবর নেন।

জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, গণঅভ্যুত্থানের শহীদদের কাছে আমরা ঋণী। তাদের আত্মত্যাগের কারণেই আমরা মুক্ত পরিবেশ পেয়েছি। যে চেতনা নিয়ে তারা জীবন উৎসর্গ করেছিলেন, সেই চেতনা সমুন্নত রাখতে আমরা সবাই দায়বদ্ধ।

তিনি আশ্বাস দেন, প্রশাসন সর্বদা শহীদ পরিবারের পাশে থাকবে। তাদের প্রতি সম্মান ও যত্নের কোনো ঘাটতি হবে না। প্রয়োজনে যেকোনো সহযোগিতা করা হবে। এমনকি পরিবারের কারো চাকরির প্রয়োজন হলে প্রশাসন সহায়তা করবে বলেও জানান তিনি।

এর আগে শনিবার নবাগত জেলা প্রশাসক সিলেট সদর উপজেলার ইনাতাবাদে শহীদ ওয়াসিম ও গৌরিপুর গ্রামের শহীদ মোস্তাকের কবর জিয়ারত করেন এবং তাঁদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রসঙ্গত, গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার এটিএম তুরাব। একই আন্দোলনে নিহত হন ঢাকার ওয়াসিম, হবিগঞ্জের মোস্তাক এবং সিলেটের তারেক আহমদ ও ময়নুল হোসেন। এছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রিয়ম নিবাসে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে শহীদ হন সিলেটের বিয়ানীবাজারের যুবক সোহেল আহমদ।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর