স্পোর্টস ডেস্ক:- জুলাই যোদ্ধা শহীদ আকরাম খান রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু হয়েছে৷
সোমবার (১৮ আগস্ট) রাজধানীর মিরপুর কলেজে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। যার সাবিক তত্বাবধানে রয়েছে কলেজ ছাত্রদল কমিটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর কলেজের পরিচালনা পর্ষদের সদস্যরা। আয়োজনের সভাপতিত্ব করেন উক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আহমাদ আলী।
এছাড়াও পুরো আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছেন মিরপুর কলেজ ছাত্রদলের সভাপতি মওদুদ আহমেদ ও সদস্য সচিব শরিফুল ইসলাম সুমন৷
জানা যায়, কলেজের বিভিন্ন বিভাগের ১৬ টি দল নিয়ে এই টুর্নামেন্টে শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামে কলেজের ডিগ্রি পাস কোর্স বনাম রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট।
নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ১-০ শূন্য গোলে ডিগ্রিকে পরাজিত করে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট।
জুলাই যোদ্ধা শহীদ আকরাম খান রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পর্কে আরও জানা যায়, আসছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।