মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

পা পিছলে পড়ে সাগরে নিখোঁজ জাহাজ তত্ত্বাবধায়ক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৯৮ বার পঠিত
আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ণ

চট্রগ্রাম ডেস্ক:- পতেঙ্গায় জাহাজ থেকে নামার সময় পা পিছলে সাগরে পড়ে আনোয়ার আজম খান (৪০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

তিনি নোয়াখালীর সেনবাগ এলাকার নুরু খানের ছেলে।

‘নবাব খান’ নামের জাহাজে তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন আনোয়ার।

রোববার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জাহাজের ক্রেন অপরাটের আব্দুল মোতালেব জানান, ওই জাহাজ থেকে তিনদিন আগে তারা নেমে আসেন। জাহাজটি ১৮ দিন ধরে নোঙর করে আছে।

রোববার রাতে জাহাজে কাজ শেষে নামার সময় পা পিছলে সাগরে পড়ে নিখোঁজ হন তত্ত্বাবধায়ক আনোয়ার আজম খান। বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়েছে।

পতেঙ্গা থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, এ ঘটনায় রোববার রাতে সাধারণ ডায়েরি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও নৌ পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর