শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নগরফুলের এক দশক পূর্তি উৎসব উদযাপিত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হলেন তাহমিনা আক্তার “৯ ও ১০ নং ওয়ার্ডকে সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম-১০ এ রাখার দাবিতে মানববন্ধন” সেনবাগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ক্লিন সিটি গড়া হবে: ডা. শাহাদাত বড় পরিবর্তন এনে মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন মৌসুমের প্রথম ম্যাচ জয়ে রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ নেইমার–দি মারিয়ারা যে হাসপাতালে চিকিৎসা নেন, জাতীয় দলের ক্রিকেটাররাও প্রথমবার জাতীয় পুরুষ দলের ম্যাচে নারী আম্পায়ার

পারিবারিক কলহের জেরে কেরানীগঞ্জে সৎ বাবার হাতে ছেলে খুন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৫ বার পঠিত
আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ণ

জাতীয় ডেস্ক:- ঢাকার কেরানীগঞ্জে রাকিবুল সরদার (১৪) নামে এক কিশোরকে হত্যার ঘটনায় তার সৎ বাবা মো. আজহারুল সরদারকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ভেঙে যাওয়া সংসারে ফিরতে সৎ ছেলেকে খুন করেন তিনি।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক (পরিচালক) মোহাম্মদ কামরুজ্জামান।

ব্রিফিংয়ে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা বলেন, রাকিবুল ও তার মা তফুরা খাতুন (৩৪) ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।

রাকিবুল স্থানীয় একটি এমব্রয়ডারি কারখানায় কর্মরত ছিল। তফুরা খাতুনের প্রথম স্বামী খায়রুল সরদার মৃত্যুবরণ করলে তিনি দুই বছর আগে মো. আজহারুল সরদারকে বিয়ে করেন।

তবে বিয়ের পর নির্যাতনের শিকার হয়ে তিনি আদালতের মাধ্যমে আজহারুলকে আনুমানিক ৩-৪ মাস আগে তালাক দেন। এরপর থেকে তফুরা খাতুনকে নিয়মিত হুমকি দিয়ে আসছিলেন আজহারুল।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, গত ১৪ আগস্ট সকাল অনুমানিক ৯টার সময় রাকিবুল প্রতিদিনের মতো কাজে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরদিন ১৫ আগস্ট সকাল আনুমানিক ৯টায় রাকিবুলের খোঁজ না পেয়ে তার মা তফুরা খাতুন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। তফুরা খাতুন তার সাবেক স্বামীর কাছেও ছেলের খোঁজ জানতে চান। কিন্তু আজহারুল সঠিক তথ্য দেননি। অনেক খোঁজাখুঁজির পর আজহারুল জানান, রাকিবুল তার সঙ্গে সাতক্ষীরায় আছে এবং তিনি তফুরা খাতুনের কাছ থেকে বিকাশের মাধ্যমে কিছু টাকাও নেন।

র‌্যাব-১০ এর অধিনায়ক জানান, গত ১৬ আগস্ট সকালে তফুরা খাতুন মোবাইল ফোনে জানতে পারেন, তার ছেলে রাকিবুলের মৃতদেহ আসামি আজহারুলের ভাড়া বাড়িতে রয়েছে। পরে থানা পুলিশ ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে বেলা অনুমানিক সাড়ে ১১টার সময় স্থানীয়দের সহায়তায় দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া পশ্চিমপাড়ায় আজহারুলের ভাড়াবাড়ি থেকে রাকিবুলের মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-১০ বরাবর একটি অধিযাচনপত্র পাঠান।

পরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সহযোগিতায় রোববার (১৭ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট মোড়ে অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. আজহারুল সরদারকে গ্রেপ্তার করে।

র‌্যাব কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আজহারুল জানান, তিনি পুরোনো সংসারে ফিরতে নানাভাবে চেষ্টা করেন। কিন্তু তফুরা খাতুন তাতে রাজি হননি। পরে আজহারুল সৎ ছেলে রাকিবুলকে বাসায় ডেকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু রাকিবুল মায়ের কথার বিপরীতে না যাওয়ায় আজহারুল ক্ষিপ্ত হয়ে প্রথমে তাকে মারধর করেন এবং পরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পাশাপাশি মরদেহ গুম করারও চেষ্টা করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর