রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৩ পৃষ্ঠার চিঠি লিখে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করলেন বেরোবি শিক্ষার্থী নগরফুলের এক দশক পূর্তি উৎসব উদযাপিত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হলেন তাহমিনা আক্তার “৯ ও ১০ নং ওয়ার্ডকে সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম-১০ এ রাখার দাবিতে মানববন্ধন” সেনবাগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ক্লিন সিটি গড়া হবে: ডা. শাহাদাত বড় পরিবর্তন এনে মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন মৌসুমের প্রথম ম্যাচ জয়ে রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ নেইমার–দি মারিয়ারা যে হাসপাতালে চিকিৎসা নেন, জাতীয় দলের ক্রিকেটাররাও

সেনবাগের সেবারহাটে ভয়াবহ  অগ্নিকাণ্ডে ৩০টি দোকান ভস্মীভূত,কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৯৬ বার পঠিত
আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১০:৪৯ অপরাহ্ণ

সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র সেবারহাটে ভয়াবহ অগ্নিকান্ডে  ১টি  প্লাইউড কারখানা ও ৯টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ও ৩০ টি দোকান আংশিক ক্ষতি হয়েছে। এতে অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

শনিবার দিবাগত রাত ১টার দিকে সেবারহাট পশ্চিম বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা যায়,পলি প্লাইউড কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে,খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আগুন নেভানোর কাজে অংশ নেয়। অগ্নিকাণ্ডে সেবারহাট মেটাল, বেলাল মেশিনারি, ইব্রাহিম সাইকেল, জনি মেটাল, রবি মেটাল, রিথি গ্লাস, মিজান ট্রেডার্স, খান মেটাল, বেলাল চা স্টোর সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া প্রায় ৩০টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে, যেগুলো থেকে আগুনের লেলিহান দেখে মালামাল সরানো চেষ্টা করা হয়। আগুনে দোকানগুলোর মালামাল এবং কারখানার মুল্যবান মালামাল ও মেশিন পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু ফার্নিচার কারখানায় ২শতাধিক শ্রমিক কর্মরত ছিলো বলে জানা গেছে।

নোয়াখালী ফায়ার সার্ভিস এর সহকারী পরিচালক মোঃ ফরিদ আহমেদ জানান, খবর পেয়েই তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে তাদের সাথে আরও দুটি ইউনিট যুক্ত হয়ে সেনাবাহিনী,পুলিশ’সহ স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এখন পর্যন্ত আগুনের প্রাথমিক সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিকাণ্ডে ৬/৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে তা বাজারের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের নিরলস চেষ্টায় প্রায় ৫ ঘণ্টা পর সকাল সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পুরোপুরি নির্বাপন হয়।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হবে। কোন দোকান থেকে এবং কী কারণে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক ব্যবসায়ী সর্বশ্ব হারিয়ে নির্বাক হয়ে পড়েন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর