লোহাগাড়া ( চট্টগ্রাম ) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা হামেদিয়া ফাযিল মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী শৃঙ্খলা এবং অভিভাবক-শিক্ষক পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার ( ২৩ জুলাই ) সকাল ১১ টার দিকে মাদ্রসার হল রুমে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে অধ্যক্ষ গিয়াস উদ্দিনের সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক জালাল আহমদ।
বিশেষ অতিথি ছিলেন পুটিবিলা ইউনিয়ন জামায়াতের আমীর ডা. নাজিম উদ্দিন , মাহবুবুর রহমান , মাওলানা আহমদ আলী প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্য অধ্যাপক জালাল আহমদ বলেন , শিক্ষাপ্রতিষ্ঠান শুধুমাত্র পাঠ্যপুস্তক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, আমরা নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলির দিকেও সমান গুরুত্ব দিতে হবে । শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এই যোগাযোগের মাধ্যমেই শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি আরো বলেন , অভিভাবকরা নিয়মিত খোঁজখবর রাখলে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, উপস্থিতি ও শিক্ষাগত অগ্রগতি আরও বাড়বে বলে মনে করি। এজন্য শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ও সম্পৃক্ত ভূমিকা রাখতে হবে।
সমাবেশে অভিভাবকগণ তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। শিক্ষার পরিবেশ উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সবাই।অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।