নিজস্ব প্রতিনিধি : চসিক ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড ও ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী ঘোষণা করা হয়েছে।
চট্গ্রাম সিটি কর্পোরেশন ৯ নং প্রশাসনিক ওয়ার্ড এর কাউন্সিলর প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়েছে আল আমিন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক ইউসুফ চৌধুরীকে।
১০ নং উত্তর কাট্টলী প্রশাসনিক ওয়ার্ড এর কাউন্সিলর প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়েছে মানবিক ডাক্তার খ্যাত বিশিষ্ট সমাজ সেবক আল আমিন হসপিটালের মেডিকেল ডিরেক্টর ডাক্তার শাহাদাত হোসেন কে ।
আজ সকাল ৯ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আকবরশাহ থানা ও পাহাড়তলী থানার দায়িত্বশীলদের নিয়ে স্থানীয় একটি মিলনায়তনে নির্বাচনের প্রস্তুতি সভায় এই ঘোষণা দেয়া হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন পাহাড়তলী থানার সম্মানিত আমীর মাওলানা মোহাম্মদ নূরুল আলম ও আকবরশাহ থানার সম্মানিত আমীর জনাব অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী,আকবরশাহ থানা সেক্রেটারী মাওলানা রেজাউল করিম,এসিস্ট্যান্ট সেক্রেটারীসহ অন্যান্য নেতৃবৃন্দ ।