মো: রেজাউল মোস্তফা চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারা উপজেলা, তালসরা গ্রামের ২ শতাধিক মানুষ দীর্ঘদিন যাবৎ বর্ষার সিজনে কাঁদা যুক্ত রাস্তায় চলাচলের মাধ্যমে জীবন যাপন করে আসতেছে। চট্টগ্রাম জেলার, আনোয়ারা উপজেলা, ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড তালসরা গ্রামে (পূর্ব পাড়া) প্রায় ২ শতাধিক মানুষ, খালের পাড়, বেরিবাদ দিয়ে চলাচল করে আসতেছে দীর্ঘ সময় ধরে, বেরিবাদের পাশ দিয়ে ৩০- ৩৫ টা পরিবার বসবাস করে আসতেছে। বর্তমানে রাস্তার এমন বেহাল অবস্থা যে, সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলি কাদা-পানিতে একাকার হয়ে উঠে এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
তা চলাচলের উপযোগী হয় না, তাছাড়া যানবাহন চলাচলে কোন ব্যবস্থা নাই। প্রতিনিয়ত শতাধিক শিক্ষক ও ছাত্ররা সঠিক সময়ে বিদ্যালয়ে যেতে পারে না। একটু খেয়াল করলে আরো দেখা যায়, রাস্তাটি হলো একটি বেরিবাদ, যা খালের পাড় ঘেসে তৈরি করা হয়েছিল অনেক বছর আগে।
বর্তমানে এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, অতিরিক্ত জোয়ারের পানির কারণে রাস্তার পাড় গুলো শীঘ্রই বিলীন হতে যাচ্ছে,সামন্য বৃষ্টি হলে, হয়ে যায় কাঁদার পাহাড়। ছাত্র-ছাত্রীরা এবং এলাকার লোকজন এই কাদা নিয়ে নিয়মিত স্কুলে ও বাজারে যেতে পারেনা, তারা এলাকায় বসবাস করতে হিমশিম খাচ্ছে দিন দিন ।
এদিকে খবর নিয়ে জানা যায়,এলাকাবাসীর দাবি সরকার পুরা রাস্তাটি মেরামত করতে না পারলেও অন্তত দুই হাজার ফুট পর্যন্ত, যেখানে ৩০ থেকে ৩৫ টা পরিবার বসবাস করে সেই স্হান পর্যন্ত রাস্তাটির কাজ করলে এলাকার মানুষের অনেক উপকৃত হবে। সংশ্লিষ্ট কৃর্তপক্ষের প্রতি সাধারণ মানুষের আবেদন, রাস্তাটি দ্রুত সংস্কার করে এলাকাবাসীর দুর্ভোগ লাগব করলে অনেক শিক্ষার্থী এবং এলাকার মানুষ সুখ শান্তিতে বসবাস করতে পারবে।