কে এইচ মহসিন বান্দরবানঃ বান্দরবানের রুমায় সেনা অভিযানে ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’এর এক কমান্ডার সহ ২জন নিহত হয়েছে। এসময় সেখান থেকে উদ্ধার করা হয়েছে ৩টি এসএমজি, একটি দেশীয় বন্ধুক সহ বিভিন্ন সরঞ্জাম।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চালানো অভিযানে উপজেলার পলি প্রাংশা এলাকায় এ ঘটে। সেনাবাহিনীর একটি টহল দলের উপর সন্ত্রাসীরা হামলা চালালে এ ঘটনার সূত্রপাত ঘটে। উক্ত ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনীর অভিযান ও তল্লাশি চলমান রয়েছে। আশেপাশের এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এলাকায় পাহাড়ি গ্রামে কেএনএফ এর সদস্যরা অবস্থা নিয়েছে এ ধরনের খবর পাওয়ার পর সেখানে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালায়। পরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির পর দুজন নিহত হয় বলে নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে। বুধবার রাতে উপজেলার পলি প্রাংশা বিলছড়ি, কাইগোছড়া এলাকাসহ বেশ কয়েকটি জায়গায় সেনাবাহিনীর সদস্য অভিযান চালায়।