রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৩ পৃষ্ঠার চিঠি লিখে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করলেন বেরোবি শিক্ষার্থী নগরফুলের এক দশক পূর্তি উৎসব উদযাপিত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হলেন তাহমিনা আক্তার “৯ ও ১০ নং ওয়ার্ডকে সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম-১০ এ রাখার দাবিতে মানববন্ধন” সেনবাগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ক্লিন সিটি গড়া হবে: ডা. শাহাদাত বড় পরিবর্তন এনে মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন মৌসুমের প্রথম ম্যাচ জয়ে রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ নেইমার–দি মারিয়ারা যে হাসপাতালে চিকিৎসা নেন, জাতীয় দলের ক্রিকেটাররাও

হাতিয়ায় গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৮৮ বার পঠিত
আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫, ৮:২২ অপরাহ্ণ

হাতিয়া উপজেলা, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা শাহারাজের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। এসময় সাধারণ মানুষকে নানাভাবে হয়রানির অভিযোগ তোলেন মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা।

সোমবার (৩০জুন) বিকেলে হাতিয়া উপজেলা পরিষদ এলাকার প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার জাহাজমারা ইউনিয়নবাসীর ব্যানারে করা এ মানববন্ধনে এলাকা থেকে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ নেন। এতে স্থানীয় ওসমান গনি, নিজাম উদ্দিন, হাজেরা বেগম, সাহেদা আক্তার ও ফরহাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, শাহারাজ জাহাজমারা এলাকায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা পরিচয় দিয়ে স্থানীয় জনসাধারণকে হামলা ও চাঁদাবাজিসহ নানাভাবে হয়রানি করছে। যাবতীয় অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তার অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ। তিনি কথায় কথায় ভিপি নূরুল হক নূরের খুব কাছের মানুষ বলে পরিচয় দেন। বিভিন্ন চাকরিজীবীদের বদলীর হুমকি দেন। ৫ আগষ্টের পর থেকে তার অত্যাচার বেড়ে যায়। সে বেশিরভাগ সময় ঢাকাতে অবস্থান করলেও মাঝে মাঝে এলাকায় এসে এসব অপকর্ম করে আবার চলে যান।

মো. শাহারাজ উদ্দিন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির রাজনীতি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বলে জানা যায়। সে হাতিয়ার জাহাজমারা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের বিরবিরি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

মানববন্ধনে জাহাজমারা বিরবিরি গ্রামের ভুক্তভোগীরা আরো বলেন, শাহারাজ ও তার পরিবারের সদস্যরা জাহাজমারার নিমতলীতে বন্দোবস্তপ্রাপ্ত ভূমিহীনদের জমি দখলে যেতে বাঁধা দেয়। পরে স্থানীয় ভূমিহীনদের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়। তার ছোট ভাই নাহিদ গ্যাং নিয়ে স্থানীয় কাটাখালীতে বোট ডাকাতির চেষ্টা করে।

স্থানীয়রা টের পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাদের ধাওয়া করে। গণঅধিকারের প্রভাব খাটিয়ে তার ছোট ভাই নাহিদ এলাকায় ত্রাস সৃষ্টি করছে। তার বাবাও মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন বলেও মানববন্ধনে উল্লেখ করেন ভুক্তভোগী এলাকাবাসী।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর