মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

মীর মুগ্ধ হত্যা মামলার প্রধান আসামি আটক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৫৫ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১:৩৫ পূর্বাহ্ণ

মমতাজ উদ্দিন :ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য খসরু চৌধুরীর ছোট ভাই এবং মীর মুগ্ধ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি রফিকুল ইসলাম অশ্রু গ্রেফতার হয়েছেন। রোববার (১ জুন) রাতেই বিমানবন্দর এলাকা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম অশ্রুর বিরুদ্ধে উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম ও দক্ষিণখান থানায় একাধিক হত্যা ও অস্ত্র মামলাসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। বিশেষ করে আলোচিত মীর মুগ্ধ হত্যা মামলায় তার বিরুদ্ধে সরাসরি গুলি করে হত্যার অভিযোগ রয়েছে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, জুলাই মাসে আন্দোলনের সময় উত্তরা এলাকায় অশ্রু আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের ওপর গুলি চালান। ওই ঘটনায় ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং অনেকেই আহত হন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল ইসলাম অশ্রু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা তদন্তে বড় ভূমিকা রাখবে। তাকে আজই আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, রফিকুল ইসলাম অশ্রুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। তিনি বিভিন্ন সময় গোপনে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে আসছিলেন। তবে অবশেষে পুলিশের গোয়েন্দা নজরদারির ফলে তাকে আটক করা সম্ভব হয়েছে।

পুলিশ বলছে, অশ্রুর গ্রেফতারের ফলে শুধু মীর মুগ্ধ হত্যা মামলাই নয়, তার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য অপরাধের তদন্তেও নতুন গতি আসবে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর