রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৩ পৃষ্ঠার চিঠি লিখে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করলেন বেরোবি শিক্ষার্থী নগরফুলের এক দশক পূর্তি উৎসব উদযাপিত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হলেন তাহমিনা আক্তার “৯ ও ১০ নং ওয়ার্ডকে সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম-১০ এ রাখার দাবিতে মানববন্ধন” সেনবাগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ক্লিন সিটি গড়া হবে: ডা. শাহাদাত বড় পরিবর্তন এনে মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন মৌসুমের প্রথম ম্যাচ জয়ে রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ নেইমার–দি মারিয়ারা যে হাসপাতালে চিকিৎসা নেন, জাতীয় দলের ক্রিকেটাররাও

সেনবাগ আইডিয়াল হাই স্কুলে সৈয়দ হারুন কম্পিউটার ল্যাব উদ্বোধন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৪৩ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১:০৭ পূর্বাহ্ণ

সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি: “জ্ঞান ছড়াক,স্বপ্ন বাঁচুক” এ প্রত্যাশায় সেনবাগের বেসরকারি উচ্চ বিদ্যালয় সেনবাগ আইডিয়াল হাই স্কুল প্রবেশ করলো ডিজিটাল শিক্ষার নতুন দিগন্তে।

সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায়, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ সাহেবের অর্থায়নে উক্ত বিদ্যালয়ের জন্য ৪ টি ল্যাপটপ ও একটি প্রিন্টার দিয়ে সেনবাগ আইডিয়াল হাই স্কুলে “সৈয়দ হারুন কম্পিউটার ল্যাব” এর শুভ উদ্বোধন করা হয়।

বুধবার স্কুল মিলনায়তনে আইডিয়াল হাই স্কুলের সভাপতি প্রভাষক আবু নাঈমের সভাপতিত্বে ও সহ-সভাপতি আবু ছায়েদের সঞ্চালনায় উক্ত ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা বি আরডিবি’র চেয়ারম্যান আবদুল হান্নান লিটন।

উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এ ল্যাবের শুভ উদ্বোধন করেন এস এফ গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সৈয়দা সাজেদা রশীদ শেলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সবুজ মিঞা,পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এ সময় উপস্থিত ছিলেন আইডিয়াল হাই স্কুলের বৃত্তি পরীক্ষার সাধারণ সম্পাদক নাজিমুল ইসলাম তানিম, সৈয়দ হারুন ফাউন্ডেশন এর আহ্বায়ক মোঃ জাবের ও সদস্য মাহামুদুর রহমান রাকিব ও মোঃ ইমাম হোসেন হৃদয় সহ সাংবাদিক, শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্যে অতিথি বৃন্দ প্রত্যাশা ব্যক্ত করে বলেন,এই ল্যাব আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার পথে একটি সাহসী পদক্ষেপ। তথ্যপ্রযুক্তি নির্ভর ভবিষ্যতের জন্য আমাদের শিক্ষার্থীরা প্রস্তুত হবে আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে, এই ল্যাব হবে তাদের জ্ঞানচর্চার এক শক্তিশালী মঞ্চ।

পরে অতিথি বৃন্দ ফিতা কেটে কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন এবং ল্যাবটি পরিদর্শন করেন।
লায়ন সৈয়দ হারুন এমজেএফ সাহেবের আন্তরিক সহায়তা ও দূরদৃষ্টি এবং তাঁর অবদান শিক্ষার্থীদের জন্য একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর