শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৩ পৃষ্ঠার চিঠি লিখে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করলেন বেরোবি শিক্ষার্থী নগরফুলের এক দশক পূর্তি উৎসব উদযাপিত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হলেন তাহমিনা আক্তার “৯ ও ১০ নং ওয়ার্ডকে সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম-১০ এ রাখার দাবিতে মানববন্ধন” সেনবাগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ক্লিন সিটি গড়া হবে: ডা. শাহাদাত বড় পরিবর্তন এনে মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন মৌসুমের প্রথম ম্যাচ জয়ে রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ নেইমার–দি মারিয়ারা যে হাসপাতালে চিকিৎসা নেন, জাতীয় দলের ক্রিকেটাররাও

সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বকে জিরো টলারেন্স দেখাতে হবে: জয়শঙ্কর

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৭২ বার পঠিত
আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:- ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বকে অবশ্যই জিরো টলারেন্স (শূন্য সহিষ্ণুতা নীতি) দেখাতে হবে।

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার মধ্যেই এক্স হ্যান্ডলে দেওয়া পোস্টে তিনি এমনটি বলেন।

জয়শঙ্কর তার পোস্টে ‘অপারেশন সিঁদুর’ শিরোনামে একটি ছবি জুড়ে দেন।

ভারত বলছে, তারা পাকিস্তানে এই শিরোনামে একটি অভিযান চালাচ্ছে।

ছবিতে কালো পটভূমির ওপর সাদা অক্ষরে ইংরেজিতে লেখা ‘অপারেশন সিঁদুর’।

‘সিঁদুর’ শব্দে ও অক্ষরের জায়গায় দেখানো হয়েছে সিঁদুরভর্তি একটি গোল পাত্র—যা হিন্দু বিবাহিত নারীরা সিঁথিতে ব্যবহার করেন।

ছবিতে ‘সিঁদুর’-এর প্রতীকী ব্যবহারকে অনেকেই দেখছেন পহেলগামের হামলায় নিহত পুরুষদের প্রতি এক ধরনের শ্রদ্ধা ও স্মরণ হিসেবে।

ওই হামলায় ২৬ জন পুরুষ নিহত হন। তাদের স্ত্রীদের সিঁথির সিঁদুর মুছে গেছে— তারা বিধবা হয়ে গেছেন।

তাই ‘অপারেশন সিঁদুর’ নামটি এই যন্ত্রণা ও প্রতিক্রিয়ার প্রতীক হিসেবেই বেছে নেওয়া হয়েছে বলে অনেকেই মনে করছেন।

ভারত সরকার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে।

‘এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে অবস্থিত অন্তত ৯টি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ’

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই অবকাঠামোগুলো থেকে ভারতের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হচ্ছিল।

বিবৃতিতে আরও বলা হয়— ‘ভারতের পদক্ষেপ ছিল লক্ষ্যভিত্তিক, পরিমিত এবং উত্তেজনা না-উসকে দেওয়ার মতো। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি। লক্ষ্যবস্তু নির্বাচন ও অভিযান পরিচালনায় ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে। ’

ভারত সরকার জানায়, গত মাসে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর চালানো প্রাণঘাতী হামলার পর এই অভিযান শুরু করা হলো।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর