রবিবার, ১১ মে ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২০ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ

সাপোর্ট রিপোর্ট:- বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় আমির জাঙ্গুর। ওই ম্যাচেই হাঁকান সেঞ্চুরি।

যার বদৌলতে এবার আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরেও থাকছেন তিনি। এছাড়া ইংলিশদের বিপক্ষে দলে ফিরেছেন ১৮ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার জুয়েল অ্যান্ড্রু।

চোট কাটিয়ে দলে ফিরেছেন ম্যাথু ফোর্ড ও শামার জোসেফও। বাদ পড়েছেন শিমরন হেটমায়ার।

এই সফরে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন শাই হোপই। এদিকে কোচিংয়েও পরিবর্তন এসেছে তাদের।

জেমস ফ্র্যাঙ্কলিনের বদলে বোলিং কোচের দায়িত্ব পালন করবেন রাভি রামপল।

আগামী ২১ মে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজটি।

একনজরে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: শেই হোপ, জুয়েল অ্যান্ড্রু, কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর