নিজস্ব প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস, মহান মে দিবস ২০২৫ পালন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা। ইউরোপিয়ান ইউনিয়ন ও অক্সফাম এর সহযোগিতায় মমতার পরিচালিত ‘গৃহভিত্তিক গার্মেন্টস নারী শ্রমিকদের জীবনমান উন্নয়ন’ প্রকল্পের আওতায় দিবসটি পালন করে মমতা।
মহান মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১লা মে বৃহষ্পতিবার, নগরীর হালিশহরস্থ একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক অপর্ণা বৈষ্ণব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অফিসার মো. আলমগীর। মে দিবস এর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন মনসুর মাসুদ, মোহাম্মদ শাহারিয়ার, স্বপ্না তালুকদার, তৌহিদ আহমেদ, তওফিক আহমেদ সহ শ্রমিক প্রতিনিধিবৃন্দ। বক্তারা বলেন, সমাজের সার্বিক স্তরের বৈষম্য দূর করতে হলে প্রথমেই শ্রমিকদের প্রতি সম্মান ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। শ্রমিকদের সঠিক অধিকার বাস্তবায়ন হলে সেটি আমাদের সমাজ ও অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে অপর্ণা বৈষ্ণব বলেন, শ্রমিকদের অধিকার ও তাদের ন্যায্যতা, প্রাপ্যতা নিয়ে আলোচনার জন্য মে দিবস একটি স্মরণীয় দিন। মে দিবস ও শ্রমিকদের বিশেষত নারী শ্রমিকদের অধিকার নিয়ে মমতা চট্টগ্রামে প্রশংসনীয়ভাবে কাজ করছে এবং এসব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।