নিজস্ব প্রতিনিধি ঃ একসাথে গড়ে তুলি এক সবুজ পৃথিবী, এই স্লোগানে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটবাসী বাগান প্রেমিদের গাছ এবং বাগানের অন্যান্য সুবিধা নিয়ে উদ্বোধন হয়েছে ব্র্যাক নার্সারি’র আউটলেট।
আজ সকালে নগরীর বহদ্দারহাটস্থ চাঁন্দগাও আবাসিক এলাকায় এই আউটলেটটির উদ্বোধন করেন ফ. ম. শাহনওয়াজ মমতাজ চৌধুরী, এ জি এম, অপারেশন ব্র্যাক নার্সারি।
উদ্বোধন অনুষ্ঠানে তিনি সকল গাছ ও বাগান প্রেমিদের এই আউটলেটে এসে পছন্দের গাছ সংগ্রহ করে সবুজায়ন সমাজ গড়ার আহ্বান জানান।
উদ্বোধনের পর এই আউটলেটে প্রথম সাত দিন গ্রাহকরা সকল ধরণের গাছের উপর ১০% ছাড় পাবেন। এছাড়াও, গ্রাহকরা শহুরে বাড়ির জন্য ডিজাইন করা ‘রুফটপ গার্ডেনিং সার্ভিস’-এর সুবিধা নিতে পারবেন। আউটলেটটিতে ইনডোর ও অর্নামেন্টাল প্ল্যান্ট, কীটনাশক এবং বাগান করার যাবতীয় সরঞ্জামাদি পাওয়া যাবে। বাগানপ্রেমীরা যেকোনো গার্ডেনিং সমস্যা সমাধানের জন্য আউটলেটে যোগাযোগ করতে পারবেন।
এছাড়াও বাগানপ্রেমীরা এখানে বিশেষজ্ঞদের পরামর্শ, প্রয়োজনীয় উদ্ভিদের যত্নের জন্য যাবতীয় পণ্য ক্রয় করতে পারবেন। ‘মালি সার্ভিস’ নামে পেশাদার বাগান পরিসেবা থাকবে ব্র্যাক নার্সারির এই আউটলেটে । আউটলেটে গাছপালা ডেলিভারির জন্য প্রি-অর্ডারের সুবিধা এবং চট্টগ্রামের চাঁদগাঁও আবাসিক এলাকার বাসিন্দাদের জন্য অনলাইন ক্রয় এবং হোম ডেলিভারি সেবা প্রদান করবে। ব্র্যাক নার্সারি বহদ্দারহাটকে সবুজায়ন করার লক্ষ্যে কাজ করে যাবে।