সোমবার, ১২ মে ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১০ সন্ত্রাসী নিহত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪১ বার পঠিত
আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৯:০৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:- পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কেচ ও জিয়ারত জেলায় সেনা বাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবরে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে দুটি পৃথক অভিযান চালায় পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা।

অভিযানে ১০ সন্ত্রাসীকে হত্যা করেছে তারা।

পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে জানায়, কেচ জেলার তুরবাতের কাছে চালানো অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের তীব্র গোলাগুলির ঘটনা ঘটে।

এতে তিন সন্ত্রাসী নিহত হয়।

অভিযানের সময় সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

নিহত এসব সন্ত্রাসী সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলায় জড়িত ছিল।

অন্যদিকে, জিয়ারত জেলার ছোটির এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে চালানো অভিযানে সাত সন্ত্রাসী নিহত হয়। এই অভিযানটি ছোটি ও সানজাভির মধ্যবর্তী অঞ্চলে সংঘটিত হয়।

কর্তৃপক্ষ জানায়, অভিযানের সময় গোপনে অবস্থান নেওয়া সশস্ত্র সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়। জবাবে নিরাপত্তা বাহিনীও পাল্টা অবস্থান নিয়ে গুলি চালায় এবং সাতজন সন্ত্রাসীকে হত্যা করে।

অভিযানগুলো কবে ও কোন সময় হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি আইএসপিআর।

জিয়ারতের ডেপুটি কমিশনার জাকাউল্লাহ দুররানী সাত সন্ত্রাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মরদেহ জিয়ারত জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর