রবিবার, ১১ মে ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার, অবস্থা সংকটময়

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১০ বার পঠিত
আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ণ

জাতীয় ডেস্ক:- রাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে তার নাম আরিফ এবং বয়স ৩৪।

শনিবার (১৯ এপ্রিল) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু ঘটনা সত্যতা নিশ্চিত করেন

তিনি জানান, মোড়ল গলির মুখ থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে বিস্তারিত ঘটনা জানা যায়নি। তবে তার মাথায় গভীর আঘাত রয়েছে।

চিকিৎসকরা বলেছে তার অবস্থা সংকটময়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানা যায়, মুমূর্ষু অবস্থায় ওই রোগীকে হাতিরঝিল থানা পুলিশ হাসপাতালে নিয়ে আসে, সাথে ছিলেন আহত আরো কয়েকজন।

চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে।

হাসপাতাল থেকে অপর একটি সূত্র জানান, ওই ব্যক্তির মাথায় উপরে আঘাতের পাশাপাশি চিকিৎসকরা ধারণা করছে, তার মুখে গুলি করা হয়েছে।

এদিকে হাসপাতালে আসা আহত লোকজনরা এবং হাসপাতালে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানান, আরিফ ৩৬ নাম্বার ওয়ার্ডের যুব দলের সদস্যর পাশাপাশি একটি ওয়ার্কশপে কাজ করে। তার বাবার নাম গিয়াস উদ্দিন সরদার। তারা বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকে।

 

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর