রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৩ পৃষ্ঠার চিঠি লিখে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করলেন বেরোবি শিক্ষার্থী নগরফুলের এক দশক পূর্তি উৎসব উদযাপিত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হলেন তাহমিনা আক্তার “৯ ও ১০ নং ওয়ার্ডকে সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম-১০ এ রাখার দাবিতে মানববন্ধন” সেনবাগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ক্লিন সিটি গড়া হবে: ডা. শাহাদাত বড় পরিবর্তন এনে মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন মৌসুমের প্রথম ম্যাচ জয়ে রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ নেইমার–দি মারিয়ারা যে হাসপাতালে চিকিৎসা নেন, জাতীয় দলের ক্রিকেটাররাও

মানিকগঞ্জে ভুল চিকিৎসার রোগীর মৃত্যু

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১০ বার পঠিত
আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ণ

জাতীয় ডেস্ক:- মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল রক্ত পুশ করায় বিল্লাল মিয়া নামে এক রোগীর মৃত্যু হয়েছে। ‘ও’ পজেটিভ রক্তের পরিবর্তে ‘বি’ পজেটিভ রক্ত পুশ করায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে রক্ত দেওয়ার পর রাত ১০টার দিকে ওই রোগীর মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

বিল্লাল মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার খাগড়াকুড়ি গ্রামের বাসিন্দা। শুক্রবার বিকেলে শ্বাসকষ্টজনিত সমস্যায় চিকিৎসা নিতে বিল্লাল মিয় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

রোগীর স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে রক্ত এনে আমরা নার্সের কাছে দেওয়ার পর নার্সরা বলে ডাক্তারের অর্ডারপত্র লাগবে। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার রক্ত দেখে অর্ডারপত্র দেন।

এরপর নার্সরা রোগীর শরীরে সেটি পুশ করেন। রক্ত দেওয়া শুরুর পর থেকেই রোগীর সারা শরীর ঠান্ডা হয়ে যায়। আমরা তখনও বুঝিনি যে রোগীকে ভুল রক্ত দেওয়া হচ্ছে। পরে বাইরের একজন লোক দেখে আমাদের বলে রোগীকে ভুল রক্ত দেওয়া হচ্ছে। ব্লাড ব্যাংক থেকেই আমাদের কাছে ভুল রক্ত দেওয়া হয়েছে।

এরপর আমরা হাসপাতালের নার্স ও ডাক্তারদের অনেক ডাকাডাকি করলেও তারা এসে রোগীর কোনো চিকিৎসা দেননি। তারা তড়িঘড়ি করে সেই রক্তের ব্যাগ ও রক্ত সংক্রান্ত কাগজপত্র নিয়ে চলে যান। পরে রাত ৮টার দিকে আরেকজন ডাক্তার এসে আমাদের রোগীকে ঢাকায় নিয়ে যেতে বলেন। আমরা বলেছি, রোগীকে ঢাকায় নেওয়ার মতো অবস্থা আমাদের নেই। এটা একটা সরকারি মেডিকেল কলেজ, আমাদের রোগীর চিকিৎসা এখানেই করেন। তারপর তারা রোগীকে আর কোনো চিকিৎসা দেননি।

তারা আরও বলেন, এটি ভুল রক্ত নাকি সঠিক রক্ত সেটি বুঝার ক্ষমতা তো আমাদের নেই। তারা তিন জায়গায় চেক করে রক্ত দিয়েছে। এক জায়গায় ভুল হতে পারে, তিন জায়গায় তো ভুল হওয়ার কথা না। তাদের ইচ্ছাকৃত অবহেলার কারণেই আমাদের রোগীর মৃত্যু হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।

মানিকগঞ্জ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রাতে দ্বায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ইশতিয়াক আহমেদ বলেন, বিকেলের দিকে আমার ডিউটি ছিল না তবে ওই সময়টাতে ডা. ঐশী এবং ডা. নূরজাহানের ডিউটি ছিল। রোগীকে ভুল রক্ত দেওয়ার কারণেই তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, আমি রাত ৮টার দিকে ডিউটিতে যোগদান করেছি তার আগে কি হয়েছে সেটা আমি জানি না। আমি আমার স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি চিকিৎসা সেবা দিতে।

ডা. ঐশী এবং ডা. নূরজাহানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, ভুল রক্ত পুশ করার কারণে এক রোগীর মৃত্যু হয়েছে এমন অভিযোগ শুনেছি তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর