রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৩ পৃষ্ঠার চিঠি লিখে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করলেন বেরোবি শিক্ষার্থী নগরফুলের এক দশক পূর্তি উৎসব উদযাপিত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হলেন তাহমিনা আক্তার “৯ ও ১০ নং ওয়ার্ডকে সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম-১০ এ রাখার দাবিতে মানববন্ধন” সেনবাগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ক্লিন সিটি গড়া হবে: ডা. শাহাদাত বড় পরিবর্তন এনে মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন মৌসুমের প্রথম ম্যাচ জয়ে রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ নেইমার–দি মারিয়ারা যে হাসপাতালে চিকিৎসা নেন, জাতীয় দলের ক্রিকেটাররাও

ট্রাম্পের পাল্টা শুল্কে কোন দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫৭ বার পঠিত
আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ণ

আন্তর্জতিক ডেস্ক:– যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর থেকে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে কম্বোডিয়া।

শুক্রবার (৪ এপ্রিল) দেশটি জানিয়েছে, এ মুহূর্তে মার্কিন পণ্যের ওপর যে পরিমাণ শুল্ক আছে সেটি কমিয়ে আনা হবে।

কম্বোডিয়ার বাণিজ্য মন্ত্রী চাম নিমুল যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের কাছে লেখা চিঠিতে বলেছেন, মার্কিনিদের ১৯টি পণ্য ক্যাটাগরিতে সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্ক থেকে কমিয়ে এটি ৫ শতাংশে আনার ব্যাপারে চিন্তাভাবনা করছেন তারা।

এর আগে কম্বোডিয়ার পণ্যে ৪৯ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

অপরদিকে ভিয়েতনামও একই প্রস্তাব দিয়েছে।

ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর আরোপিত আমদানি শুল্ক শূন্যে নামিয়ে আনার বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক তো লাম।

শুক্রবার এক টেলিফোন আলাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি এই কথা বলেন। বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনার সময়, দুই নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সহজতর করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।

সাধারণ সম্পাদক তো লাম জানান, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক কমিয়ে শূন্য শতাংশে নামিয়ে আনার বিষয়ে আলোচনার জন্য ভিয়েতনাম প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি অনুরোধ করেন, যুক্তরাষ্ট্র যেন ভিয়েতনামি রপ্তানি পণ্যের ওপরও একইভাবে শুল্ক হ্রাস করে।

তিনি আরও বলেন, ভিয়েতনাম যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে আগ্রহী এবং মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ভিয়েতনামে আরও বিনিয়োগ করতে উৎসাহিত করবে ও তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে প্রস্তুত।

বাংলাদেশের মতো ভিয়েতনাম ও কম্বোডিয়া দুটি দেশই যুক্তরাষ্ট্রে বিপুল তৈরি পোশাক রপ্তানি করে। ট্রাম্প শুল্ক বাড়ানোর ঘোষণায় এ দুটি দেশের পোশাক শিল্প হুমকির মুখে পড়েছে। এরমধ্যেই তারা শুল্ক কমানোর কথা জানিয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর