রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেফতার সিলেটে গণঅভ্যুত্থানের ৪ শহীদের কবর জিয়ারত করলেন নবাগত ডিসি ৩ পৃষ্ঠার চিঠি লিখে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করলেন বেরোবি শিক্ষার্থী নগরফুলের এক দশক পূর্তি উৎসব উদযাপিত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হলেন তাহমিনা আক্তার “৯ ও ১০ নং ওয়ার্ডকে সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম-১০ এ রাখার দাবিতে মানববন্ধন” সেনবাগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ক্লিন সিটি গড়া হবে: ডা. শাহাদাত বড় পরিবর্তন এনে মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন

সাভারে ধর্ষণের শিকার তরুণী গ্রেপ্তার যুবক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬৩ বার পঠিত
আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ২:৫১ অপরাহ্ণ

জাতীয় ডেস্ক:- ঢাকার সাভারে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে আয়াতুস সিয়াম (২৫) নামে এক যুববকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ মার্চ) সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া।

এর আগে গতকাল মধ্য রাতে সাভার পৌরসভার বিনোদবাইদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সিয়াম সাভার পৌরসভার বিনোদবাইদ এলাকার হামিদুল হক সুমনের ছেলে।

তিনি শিক্ষার্থী বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সাভার সরকারি কলেজের বার্ষিক পিঠা উৎসবে আয়াতুস সিয়ামের সঙ্গে প্রথম দেখা হয় ভুক্তভোগীর।

সেখান থেকে ফোন নম্বর আদান প্রদান ও কথা বলার এক পর্যায়ে ভুক্তভোগীকে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে সিয়াম। পরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গোপনে একান্ত সময়ের ভিডিওধারণ করে প্রেমিকাকে জিম্মি করে অভিযুক্ত।

সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত করা হয় সিয়ামকে। ভুক্তভোগী নারী সিয়ামের বাসায় বিয়ের দাবিতে কথা বলতে গেলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দিয়ে বাড়ি থেকে বের করে দেয়।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, ধর্ষণের অভিযোগে আয়াতুস সিয়ামের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা। মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করে তার ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। জব্দ করা মোবাইল ও ল্যাপটপ ফরেনসিক ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে ভুক্তভোগীকে আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে। গ্রেপ্তার সিয়ামকে অন্যান্য আসামির সঙ্গে আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর