রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সফলতা চসিক ৯ ও ১০ ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থী ঘোষণা আনোয়ারায় দীর্ঘদিন যাবৎ বর্ষায় কাঁদা বন্দী জীবন যাপন বেরোবি ক্যাম্পাস রেডিও স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি পর্ব পি আর পদ্ধতি নিয়ে ক্ষমতার লোভ না করে জনপ্রিয়তা যাচাই করুন,সাবেক চীফ হুইপ ফারক রোটারি ক্লাব অফ চিটাগং সিটির ২০২৫-২৬ রোটাবর্ষের কমিটি গঠন রুমায় সেনা অভিযানে কেএনএফ কমান্ডারসহ নিহত ২, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ভার্ড বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃত্বে ফরহাদুল হাসান মোস্তফা- লায়ন সাজ্জাদ হোসাইন টিপু পরিবেশ রক্ষায় সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগ: বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি লোহাগাড়ায় অসামাজিক কাজে বাধা দেওয়ায় হয়রানির অভিযোগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে চুক্তি সইয়ে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫২ বার পঠিত
আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৯:৫৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:-ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার প্রকাশ্যে বাগবিতণ্ডা সত্ত্বেও তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি সইয়ের জন্য ‘প্রস্তুত’। খবর আল জাজিরার।

রোববার (০২ মার্চ) লন্ডনে ইউরোপীয় নেতাদের এক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলেনস্কি বলেন, চুক্তিটি নিয়ে এগিয়ে যেতে প্রস্তুত কিয়েভ। শুক্রবার ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডার পর সম্ভাব্য চুক্তিটি বাতিল হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল।

জেলেনস্কি লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘অতীতে যা ঘটেছে তা সত্ত্বেও সবকিছু অব্যাহত রাখা আমাদের নীতি। আমরা গঠনমূলক।

আমরা এই চুক্তি সইয়ের বিষয়ে একমত হয়েছি এবং সত্যি বলতে আমি বিশ্বাস করি, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রও প্রস্তুত রয়েছে। ’

তিনি আরও বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে কিছু বিষয় বিশ্লেষণের প্রয়োজন হতে পারে।

তবে আমি শুধু চাই যে ইউক্রেনের অবস্থান শোনা হোক। এটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ’

জেলেনস্কি তার আত্মবিশ্বাসের কথা জানিয়ে বলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করা সম্ভব এবং তার প্রশাসন কিয়েভকে সহায়তা দেওয়া বন্ধ করবে না। ‘আমি মনে করি আমাদের সম্পর্ক অব্যাহত থাকবে, কারণ এটি শুধুমাত্র কোনো নির্দিষ্ট সময়ের সম্পর্ক নয়,’ বলেন তিনি

আমাদের অবশ্যই খোলা মনের হতে হবে। ইউক্রেন বিশ্বের বৃহত্তম দেশ নয়। তবে সবাই দেখতে পাবে, এটি কীভাবে তার স্বাধীনতা ও মুক্তির জন্য লড়াই করে। আমরা নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তার ওপর নির্ভরশীল। ’

তিনি বলেন, ‘আমি মনে করি, এ ধরনের সহায়তা বন্ধ করা শুধুমাত্র পুতিনকে সুবিধা দেবে। আর এ কারণেই আমি বিশ্বাস করি, যুক্তরাষ্ট্র এবং সভ্য বিশ্বের প্রতিনিধিরা, এই বিশ্বের নেতারা কখনোই পুতিনকে সাহায্য করবেন না। ’

যুক্তরাজ্যে দুই দিনের সফর শেষে জেলেনস্কি এমন মন্তব্য করলেন। সেখানে ওই শীর্ষ সম্মেলনে ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রতি সমর্থন জানানোর জন্য ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরতে এবং রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের ইতি টানার প্রচেষ্টা চালান।

সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, তার দেশ ও ফ্রান্স ট্রাম্পের কাছে শান্তি পরিকল্পনা উপস্থাপনের জন্য ‘ইচ্ছুকদের একটি জোট’ তৈরি করবে।

নেতাদের ইউরোপের নিরাপত্তার বিরল সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়ে স্টারমার বলেন, ‘আজ আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি। ’

‘এখন আলোচনার সময় নয়। এখন কাজ করার সময়। এখন ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির জন্য একটি নতুন পরিকল্পনার চারপাশে এগিয়ে যাওয়ার এবং নেতৃত্ব দেওয়ার এবং ঐক্যবদ্ধ হওয়ার সময়। ’

গত শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে হোয়াইট হাউস জানায়, খনিজ উপাদানের চুক্তিটি হয়নি।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর