প্রবীর সুমন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:খাগড়াছড়ির দীঘিনালার উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
বৃহস্পতিবার (৬ জানুয়ারী ) সকাল ১০:৩০ এর সময়ে দীঘিনালা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের জেলা উপপরিচালক নাজমুন আরা সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. সফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি, হিন্দু বৌদ্ধ ও ইসলাম ধর্মীয় প্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণী পেশার গনমান্য ব্যাক্তিবর্গ।
সভায় উপস্থিত সুধীজনেরা উপজেলার বিভিন্ন সমস্যা, পর্যটন সম্ভাবনা, পরিবেশ রক্ষায় পাহাড় কাটা বন্ধ, উন্নয়ন, বন্যায় ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসন, শিক্ষক সংকট, হাসপাতালে ডাক্তার সংকট, খেলাধুলা মাঠ সংস্কার ও শিক্ষার মানোন্নয়নে করনীয় বাস্তবতা তুলে ধরে বক্তব্য দেন জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তর প্রধানরা।
প্রধান অতিথির বক্তব্যে নবাগত খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার উপজেলার উপজেলার স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা, যাতায়াত, অবৈধ দখল, উন্নয়ন সম্ভাবনা, পর্যটনশিল্প, ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, ভোটার হালনাগাদের বিষয়ে কোনো ধরনের অনিয়ম বা হয়রানি করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া তিনি আরও বলেন বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। যেকোনো ভাবে শিক্ষার মান নিশ্চিত করতে হবে। যাহার পাহাড় কাটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে নির্দেশনা দেন।