রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
পটিয়া জিরি ইউনিয়নের কৈয়গ্রামের নোয়াপাড়ায় এক বৃদ্ধকে মারধর করে গুরুত্বর জখম সরকারি সিটি কলেজ বিএনসিসি প্লাটুনে পি.ইউ.ও. বিদায় ও ক্যাডেট সার্জেন্ট ইনচার্জের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের জায়গা অবৈধভাবে দখলের প্রতিবাদে মানববন্ধন। কারাগার থেকে বন্দিরা আমাকে ফোন দেয়: আইজি প্রিজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চান না ৮৯ শতাংশ মানুষ ৩ দাবিতে শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের তাদের সেই ভূমিকা জাগ্রত হচ্ছে: জিএমপি কমিশনার দেশের ইতিহাসে কোকেনের সবচেয়ে বড় চালান জব্দ ‘‌আজকের পুরুষদের দেখে বিয়ের ইচ্ছে জাগে না’ কাজলকে জুম করে অস্বস্তিকর অবস্থায় ফ্রেমবন্দি, ক্ষুব্ধ মিনি মাথুর

মঞ্চে নারী ভক্তকে চুম্বন, বিতর্কে যা বললেন উদিত নারায়ণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১২৫ বার পঠিত
আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক:-মঞ্চে গান গাওয়ার সময় ভারতের কিংবদন্তি গায়ক উদিত নারায়ণ নারীভক্তকে ঠোঁটে চুমু দেন। সেই ভিডিও এখন ভাইরাল।

এ নিয়ে সরগরম সামাজিকমাধ্যম। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা।

কেউ আবার ভারতীয় সভ্য় সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন। এমন বিতর্কে সাফাই দিলেন শিল্পী নিজেই।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, মঞ্চে উদিত নারায়ণ ‘টিপ টিপ বরসা পানি’ গাইছেন। তখন দর্শক আসনে বসে থাকা ভক্তদের মধ্যে উন্মাদনা তখন তুঙ্গে।

অনুরাগীদের সঙ্গে সেলফিও তুলছিলেন শিল্পী। সেই ফাঁকে এক নারীভক্তকে ঠোঁটে চুমু দিয়ে বসেন শিল্পী। সেলফি তুলতে গিয়ে এমন কাণ্ডে কিছুটা বিব্রত হয়ে পড়েন ওই নারী। সঙ্গে সঙ্গেই সামাজিকমাধ্যমে ভাইরাল এই ভিডিও। তা দেখে হতবাক সকলে।

অনেকে আবার অতীত টেনে মন্তব্য করেছেন, ‘অলকা ইয়াগনিকের গালেও নাকি একবার তিনি বিনা অনুমতিতে চুমু দিয়ে বসেন। ’ শিল্পীর অনেকে ভক্ত-অনুরাগীরা আবার বিশ্বাস করতে পারছেন না এই মানুষটি উদিত নারায়ণ। সব মিলিয়ে সামাজিকমাধ্যম সরগরম।

এদিকে সমালোচনা যখন তুঙ্গে শিল্পী নিজের পক্ষে সাফাই গেয়ে বলেন, ‘ভক্তদের পাগলামি এ রকমই হয়। আমরা শিল্পীরা ভীষণ সরল সাদাসিধে, এ রকম নই। কিছু মানুষ উৎসাহ নিয়ে এসে এভাবেই ভালোবাসা প্রদর্শন করে প্রিয় শিল্পীর প্রতি। ওদের ফিরিয়ে দিয়ে কী লাভ বলুন?

তিনি এও বলেন, ‘ভিড়ে কত রকম মানুষ থাকেন। আমাদের চারপাশে নিরাপত্তারক্ষীরাও থাকেন। তবে অনুরাগীরা এসবের মাঝেই এক মুহূর্তের জন্য দেখা করার কথা ভাবেন। কেউ হাত বাড়িয়ে দেন করমর্দন করার জন্য, কেউ হাতে চুমু খান- এগুলো ভক্তদের উন্মাদনা ছাড়া কিছুই নয়। এগুলোয় এত মাথা ঘামানোর কিছু নেই। ’

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর