বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কালিগঞ্জের সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার জ্যামাইকায় তাণ্ডবলীলা চালিয়ে এবার নতুন দেশের পথে ‘হারিকেন মেলিসা’ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যের মামলা উত্তরায় হামলার শিকার সেই নারী-পুরুষ স্বামী-স্ত্রী নন ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবেলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু হালদা নদীতে ভেসে উঠল ২০ কেজি ওজনের মৃত কাতলা রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু হাতিয়ায় মব ভায়োলেন্সের শিকার প্রাথমিকের সহকারী শিক্ষক

যুদ্ধবিরতির খবর শুনে গাজায় ফিলিস্তিনিদের আনন্দ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১০১ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১:৪৮ অপরাহ্ণ

আন্তর্জতিক ডেস্ক:-সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়ার পর গাজায় উদযাপনে নেমেছেন ফিলিস্তিনিরা। কয়েক মাস আলোচনা শেষে দুই পক্ষের এই চুক্তিতে পৌঁছানোর খবর সামনে এলো।

এই আলোচনায় কাতার ছিল প্রধান মধ্যস্থতাকারীদের মধ্যে একটি। বিবিসির গাজা প্রতিনিধি রুশদি আবু আলোফ বলেছেন, চুক্তিটি গাজার কয়েক লাখ বাস্তুচ্যুত মানুষের ঘরে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করবে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হন।

হামাস প্রায় আড়াইশজনকে জিম্মি করে। এরপর ইসরায়েল গাজায় হামলা চালায়।

ইসরায়েল বলছে, হামাস এখনো ৯৪ জনকে জিম্মি করে রেখেছে। এর মধ্যে ৩৪ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আর যুদ্ধে ইসরায়েলের হামলায় ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানায়। আহত হয়েছেন এক লাখ ১০ হাজার ২৬৫ জন।

যুদ্ধবিরতি চুক্তির খবর ছড়িয়ে পড়ার পর দক্ষিণ গাজার খান ইউনিসের রাস্তায় ফিলিস্তিনিদের উচ্ছ্বাসের ছবি গণমাধ্যমে এসেছে। মধ্য গাজার দেইর-আল বালাহতে ফিলিস্তিনিদের উদযাপনের খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে তেল আবিবে বিক্ষোভকারীরা জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করছেন।

যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাদের কাছে জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি রয়েছে এবং তারা শিগগিরই মুক্তি পাবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর বলছে, চুক্তিতে এখনো কিছু অমীমাংসিত ধারা রয়েছে।

 

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর