বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হাতিয়ায় যৌথ অভিযানে অস্র-চোরাইমালসহ ৪জন আটক জাতীয় পরিচয়পত্র জাল করে জমি বিক্রির সময় প্রতারকদের হাতেনাতে ধরা হাতিয়ায় গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ভিবিডি চট্টগ্রামের উদ্যোগে “এইড অ্যাওয়ার” মেডিকেল ওয়ার্কশপ সম্পন্ন কুমিল্লার মুরাদ নগরে হিন্দু নারী’কে ধর্ষন,অভিযুক্ত বিএনপি নেতা,এলাকা জুড়ে আলোড়ন তেঁতুলিয়ায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় উপজেলা দিবস ও উন্নয়ন মেলা উদযাপন আহবায়ক হাসান মাহমুদ, সদস্য সচিব মহসিন আহম্মেদ তৌসিফ সেনবাগের সেবারহাট বাজারে অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাঁই, ৫০ লক্ষ টাকার ক্ষতি “ডেপুটি কো-অর্ডিনেটর”মনোনীত অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত রোটারি ক্লাব অব চিটাগাং সিটির ক্লাব অ্যাসেম্বলি সু সম্পন্ন

ক্ষমতার বিকেন্দ্রীকরণে জোর, নির্ধারিত সময়েই সংবিধান সংস্কারের প্রতিবেদন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬১ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১২:০২ অপরাহ্ণ

রাজনীতি ডেস্ক:-জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় দাঁড়িয়ে আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্রত্যাশার সঙ্গে মিল রেখে এক গুচ্ছ সুপারিশ করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন, যার মূল লক্ষ্য রাষ্ট্র ও সরকারে ক্ষমতার ভারসাম্য আনা এবং প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ।

এক ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়, ৭০ অনুচ্ছেদ সংশোধন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা, সাংবিধানিক সংস্থা বাড়ানো ও জবাবদিহিতা নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা বাড়ানোসহ সুনির্দিষ্ট কিছু সুপারিশ থাকছে কমিশনের প্রতিবদনে।

অংশীজনের মতামত নিয়ে এবং জরিপ চালিয়ে প্রতিবেদন তৈরির প্রস্তুতি গুছিয়ে আনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে আগামী বুধবার এ প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের এই শিক্ষক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এককেন্দ্রীকরণ থেকে ক্ষমতার ভারসাম্য তৈরির প্রস্তাব থাকছে। প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণের চেষ্টা থাকবে সুপারিশে। মূল কথা হচ্ছে আমরা এককেন্দ্রিকতা থেকে বেরোতে চাই জবাবদিহিমূলক একটা ব্যবস্থা তৈরি করতে।”

প্রতিবেদনটি চার-পাঁচ খণ্ডের হবে জানিয়ে তিনি বলেন, “মূল প্রতিবেদনে থাকবে সুপারিশ, পর্যালোচনা, যৌক্তিকতা; কেন, কী করলাম। এর সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস।”

প্রতিবেদনের সুপারিশ নিয়ে পরে দল ও অংশীজনের সঙ্গেও বসার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “সুপারিশ কীভাবে বাস্তবায়ন হবে সেটা অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দলের আলোচনার মধ্য দিয়ে সমন্বয় করা হবে। এটা আমাদের কাজ নয়। আমরা সকলের সাথে কথা বলেছি, সুপারিশ দিচ্ছি। নাগরিক, অংশীজন, রাজনৈতিক দল বলছেন, আমাদের মতামত হচ্ছে এগুলো করতে হবে। এখন কীভাবে করবেন রাজনীতিবিদ এবং অন্তর্বর্তী সরকার সেই পথ খুঁজে বের করবেন।”

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর