শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৩ পৃষ্ঠার চিঠি লিখে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করলেন বেরোবি শিক্ষার্থী নগরফুলের এক দশক পূর্তি উৎসব উদযাপিত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হলেন তাহমিনা আক্তার “৯ ও ১০ নং ওয়ার্ডকে সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম-১০ এ রাখার দাবিতে মানববন্ধন” সেনবাগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ক্লিন সিটি গড়া হবে: ডা. শাহাদাত বড় পরিবর্তন এনে মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন মৌসুমের প্রথম ম্যাচ জয়ে রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ নেইমার–দি মারিয়ারা যে হাসপাতালে চিকিৎসা নেন, জাতীয় দলের ক্রিকেটাররাও

নাহার এগ্রো’র বিজনেস পার্টনার্স কনফারেন্স ২০২৪ অনুষ্ঠান সম্পন্ন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৮৪ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১২:১০ পূর্বাহ্ণ

মো:নজরুল ইসলাম : নাহার এগ্রো’র ব্যবসায়িক অংশীদারদের অনুপ্রাণিত করার পার্টনার্স কনফারেন্স এক অনন্য উদ্যোগ সারাদেশের খামারী ও পরিবেশকদের নিয়ে বর্ণাঢ্য এই মিলন মেলা আয়োজন প্রশংসনীয়।

নাহার এগ্রো দেশের আমিষ জোগানে ২ যুগের অধিক সময় ধরে নিরলসভাবে অবদান রেখে চলছে। আগামীতেও এই ধারা আরো গতিশীল করার লক্ষ্যে নাহার পরিবারে অবদান বলে আশাবাদী। নাহার এগ্রো’র বিজনেস পার্টনার্স কনফারেন্স অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ রেয়াজুল হক-এ আশাবাদ ব্যক্ত করেন।

গত ২৫ নভেম্বর ২০২৪, কক্সবাজারের হোটেল লং বিচ এ নাহার এগ্রো’র উদ্যোগে অনুষ্ঠিত হলো “বিজনেস পার্টনার্স কনফারেন্স ২০২৪”। কনফারেন্সে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ১০০০ এর বেশী খামারী এবং পরিবেশক। খামারীরা অনুষ্ঠানে নিজেদের মতামত ব্যাক্ত করেন একই সাথে এই সেক্টরকে আরো সামনের দিকে এগিয়ে নিতে এক সাথে কাজ করার অংগীকার করেন। প্রাণিসম্পদ খাতের অগ্রগতি ও পরিবেশকদের অবদানের স্বীকৃতি দিতে আয়োজিত এই অনুষ্ঠান প্রাণবন্ত ও গৌরবময় মুহূর্তে পরিপূর্ণ ছিল।

সভাপতিত্ব করেন নাহার এগ্রো’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ রকিবুর রহমান টুটুল। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, চট্টগ্রাম এর পরিচালক ডা. মোঃ আতিয়ার রহমান, চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ফার্মাকোলজি বিভাগের প্রফেসর এ কে এম সাইফুদ্দিন, ইন্টার এগ্রো বিডি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম খসরুজ্জামান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন করেন নাহার এগ্রো’র পরিচালক তানজিব জাওয়াদ রহমান। বিশেষ বক্তব্য রাখেন নাহার এগ্রোর ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শামসুদ্দোহা। কনফারেন্সে পরিবেশকদের বিভিন্ন ক্যাটাগরিতে ও র‌্যাফেল ড্র পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের মাধ্যমে কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর