সোমবার, ২০ মে ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত র‍্যাব ১৫ র অভিযানে কেএনএফ এর ২ স্বক্রীয় সদস্য গ্রেফতার গাজীপুরে এক পরিবারের দুই ছেলে নিখোঁজ কাশিমপুর থানার ৬ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে পাপন রায় মনোনীত নিশানের পক্ষে জোরালো অবস্থান চবি ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের হাতিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ভোধন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়ী আবুল কাশেম ভূঁইয়া পেশাদারিত্বের সহিত দ্বায়িত্ব পালন করতে হবে; পুলিশ সুপার মুক্তা ধর  খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভা খাগড়াছড়ির তিন উপজেলায় প্রতিক বরাদ্দ 

বাবাকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে মনোনয়নপত্র জমা দিলেন রুহেল

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৫৭ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৮:৩১ পূর্বাহ্ণ

কামরুল হাসান: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহবুব রহমান রুহেল মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় তাঁর বাবা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মিরসরাইয়ের সাংসদ ইঞ্জি. মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে রুহেল মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিনের হাতে মনোনয়নপত্র তুলে দেন।

এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রদীপ চক্রবর্তী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সহসভাপতি আশরাফুল কামাল মিটু ও উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, বৃহস্পতিবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব রহমান রুহেল মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ও বাংলাদেশ সুপ্রীম পার্টির প্রার্থী নুরুল করিম আবছার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এছাড়া সতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর