শনিবার, ১০ মে ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

মহালছড়িতে ৩৪ লক্ষ টাকার বিদেশি সিগারেট আটক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩১৭ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১:৩৪ পূর্বাহ্ণ

মো.শাহজাহান: খাগড়াছড়ির মহলছড়িতে ৩৪ লক্ষ টাকার অবৈধ বিদেশি সিগারেটসহ একজনকে আটক করেছে পুলিশ। এসময় সিগারেট পাচারে ব্যবহৃত পিকাপ জব্দ করা হয়।

রবিবার রাত দেড়টার দিকে খাগড়াছড়ি রাঙ্গামাটি সড়কের ২৪ মাইল এলাকায় অভিযান চালিয়ে এ বিপুলসংখ্যক অবৈধ বিদেশি সিগারেট আটক করা হয়েছে।

অভিযানে আটক পিকাপ চালক খাগড়াছড়ি পৌর এলাকার স্বনির্ভর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. সফিকুল ইসলাম (২৩)।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি রাঙ্গামাটি সড়কের ২৪ মাইল এলাকায় পিকাপ থামিয়ে চেক করা হলে গাড়িতে ৯৫০ কাটুন ‘মন্ড’ এবং ৭৫০ কাটুন ‘ওরিস’ সিগারেট পাওয়া যায়।বিনা শুল্কে অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসা সিগারেট গুলো চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল। খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে নিয়মিত অভিযান চলায় এবার সড়ক পরিবর্তন করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর দ্বায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ চোরাচালান বন্ধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। এ পর্যন্ত বেশ কয়েকটি বড় পর্যায়ের চোরাচালান আটক করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর