ভারতের তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় সোমবার (৩ নভেম্বর) সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ভিকারাবাদ-হায়দরাবাদ মহাসড়কের চেভেলায় এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু বিষয়টি জানিয়েছে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, একটি দ্রুতগতির পাথরবোঝাই লরি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে আরটিসি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। ট্রাক উল্টে গেলে বাসের ওপর পাথর পড়ে।
চেভেল্লা কমিউনিটি হেলথ সেন্টারের (সিএইচসি) সুপারিনটেনডেন্ট ডা. রাজেন্দ্র প্রসাদ জানান, মৃতের মধ্যে বাস চালক এবং অন্তত ১০ জন নারী রয়েছেন। সামান্য আহত ৬ যাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে, গুরুতর আহতদের অন্যান্য হাসপাতাল পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি।