মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন

বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬ বার পঠিত
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ

চট্টগ্রাম: বাঁশখালীর একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামের এক ব্যাটারিচালিত অটোরিকশার চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) রাতে চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মো. মামুন একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কিসের আঘাত, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মো.মামুন নামের একজনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর