শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫ বার পঠিত
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৫:৫১ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বীর সৈনিক নায়েক আকতার হোসেন দেশের সার্বভৌমত্ব রক্ষার সুমহান দায়িত্ব পালনের সময় মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে মারা যান।

শনিবার (১ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তার শরীফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি অবগত করেন।

সকালে ঢাকার সিএমএইচ থেকে বিজিবির হেলিকপ্টারযোগে নায়েক আকতার হোসেনের লাশ ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর গ্রামে তার নিজ বাড়িতে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে যথাযোগ্য ও সামরিক মর্যাদায় তাকে দাফন করা হয়।

নায়েক আক্তার হোসেন গত ১২ অক্টোবর সকালে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের রেজুআমতলী এলাকার পেয়ারাবুনিয়া অঞ্চলে দায়িত্ব পালনকালে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি কর্তৃক সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে রামু সেনানিবাসের সিএমএইচে এনে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে ১৩ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিজিবির এ সদস্য মারা যান।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর