রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন, গাজীপুর জেলার কালিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এম রবিন হোসেন (৫৪) চাঁদপুর জেলার কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ইসাহাক সিকদার (৬৩) ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. ইসতিয়াক মিলন (২৩) শ্যামপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম আহমেদ রিপন (৪৮) ও জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ ওরফে রিমু (৫০) ।
আজ ভোরে ভাটারা থানাধীন এলাকা থেকে এম রবিন হোসেনকে গ্রেপ্তার করে। গতকাল রাতে ইসাহাক সিকদারকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও নাবিস্কো এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম মো. ইসতিয়াক মিলনকে গ্রেপ্তার করে।
অন্যদিকে ইব্রাহিম আহমেদ রিপনকে গ্রেপ্তার করে নিকুঞ্জ ২ এলাকায় অভিযান পরিচালনা করে রায়হান রহমতুল্লাহ ওরফে রিমুকে গ্রেপ্তার করা হয় ।