বেরোবি প্রতিনিধি: ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফোক ব্যান্ড ‘টঙের গান’।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে।
দিনব্যাপী আয়োজনে দেশজুড়ে খ্যাতিমান বাউল, শিল্পী ও সংগীতদল পরিবেশনা করে লালনের জীবন দর্শন, মানবতাবাদ ও দর্শনের গান। সেখানে দেশের অন্যান্য উল্লেখযোগ্য শিল্পীদের পাশাপাশি ‘টঙের গান’ দলটি বাউল ও লোকগানের পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে।
এ আয়োজনে অংশ নেন — এনী বৈরাগী, ফাহমিদা আহমেদ, শিফা সূচনা শেলী, বাউলা ব্যান্ড, পথিক নবী অ্যান্ড টিম, ক্রিয়েটিভ অরূপ রাহী ও সমগীত, নীরব অ্যান্ড বাউলস, দীনা মণ্ডল, মুজিব পরদেশী, কানিজ খন্দকার মিতু, সাগর বাউল, ইমন অ্যান্ড বেঙ্গল সিমফনি, মাখন, টুনটুন বাউল, মারথা আলেয়া বেগম, শিবলু মৃধা এবং লালন ব্যান্ড।
‘টঙের গান’-এর সদস্যরা জানান, জাতীয় পর্যায়ে এমন একটি সাংস্কৃতিক আসরে অংশ নিতে পারা তাঁদের জন্য অনুপ্রেরণার।
ব্যান্ডের লিড ভোকালিস্ট মাহমুদুল হাসান আবির বলেন,“লালনের গান শুধু সঙ্গীত নয়, এটি মানবতার দর্শন। জাতীয় মঞ্চে সেই দর্শনের অংশ হতে পারা আমাদের জন্য এক অসীম গৌরবের বিষয়।”