সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

আজ ওয়ার্ল্ড ফুড ফোরামে মূল বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩ বার পঠিত
আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৬:০৭ অপরাহ্ণ

ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) উদ্বোধনী অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে মূল বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় দুপুর ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) প্রধান উপদেষ্টার বক্তব্য দেওয়ার কথা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, রোমে সোমবারের কর্মসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস মূল বক্তব্য দেওয়ার পর গ্লোবাল অ্যালায়েন্সের অফিস পরিদর্শন করবেন।

এরপর রোম সময় বিকেল ৩টা ২০ মিনিটে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরির সঙ্গে বিকেল ৪টা ৩০ মিনিটে এবং জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে বিকেল ৫টা ১৫ মিনিটে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এরপর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এফএও মহাপরিচালক ড. কু দোংইউ।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর