সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রুশ সামরিক লক্ষ্যবস্তুতেই টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইউক্রেন: জেলেনস্কি কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা আজ ওয়ার্ল্ড ফুড ফোরামে মূল বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা সোমবার থেকে ইসরায়েলি বন্দিরা মুক্তি পাবে: ট্রাম্প ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া কোরিনা নোয়াখালী বিভাগের দাবিতে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ক্ষমতার পালাবদল যেন দুর্নীতির পালাবদল না হয় সুপ্রিম কোর্ট এলাকাসহ যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ৩১ দফা বাস্তবায়নে হাতিয়ায় বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা  তালেবান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়ে সংবাদ মাধ্যমে পাকিস্তান প্রসঙ্গ

নোয়াখালী বিভাগের দাবিতে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৭ বার পঠিত
আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৬:১৭ অপরাহ্ণ

নোয়াখালীকে পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নোয়াখালী জেলা ও ঢাকায় বসবাসরত নোয়াখালীবাসী।

শনিবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’ স্লোগানে প্রেসক্লাব এলাকা মুখরিত করে তোলেন।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।

তিনি বলেন, নদীবন্দরসহ ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ নোয়াখালী।

বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের জিডিপিতে নোয়াখালীর শিল্পপতিদের অবদান প্রায় ৩০ শতাংশ। সারা বিশ্ব থেকে যে রেমিট্যান্স বাংলাদেশে আসে, তার প্রায় ৫০ শতাংশই বৃহত্তর নোয়াখালীর প্রবাসীদের মাধ্যমে আসে।

বুলু বলেন, আমাদের দাবি কোনো বিভেদের নয়, বরং সম্পূর্ণ যৌক্তিক। অন্য অঞ্চল যখন বিভাগ হতে পারে, তখন নোয়াখালীও হতে পারে।

দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব খালেদা জিয়া বৃহত্তর নোয়াখালীর সন্তান। আগামীতে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তবে আমরা আশা করি তারেক রহমান তার মাতৃভূমিকে প্রাধান্য দিয়ে নোয়াখালীকে বিভাগ ঘোষণা করবেন।

অন্য বক্তারা বলেন, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও আশপাশের জেলা নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক বিভাগ গঠন সময়ের দাবি। স্থানীয় জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় এ অঞ্চলকে পৃথক বিভাগ হিসেবে গড়ে তোলা জরুরি।

তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নোয়াখালী অঞ্চল উন্নয়ন, অবকাঠামো ও সরকারি সেবা থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থাসহ সব খাতেই এ এলাকা পিছিয়ে রয়েছে। বক্তাদের মতে, পৃথক বিভাগ গঠিত হলে এসব খাতে উন্নয়ন ত্বরান্বিত হবে।

নোয়াখালী বিভাগ ঘোষণা না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে বলেও জানান বক্তারা।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর