সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রুশ সামরিক লক্ষ্যবস্তুতেই টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইউক্রেন: জেলেনস্কি কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা আজ ওয়ার্ল্ড ফুড ফোরামে মূল বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা সোমবার থেকে ইসরায়েলি বন্দিরা মুক্তি পাবে: ট্রাম্প ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া কোরিনা নোয়াখালী বিভাগের দাবিতে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ক্ষমতার পালাবদল যেন দুর্নীতির পালাবদল না হয় সুপ্রিম কোর্ট এলাকাসহ যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ৩১ দফা বাস্তবায়নে হাতিয়ায় বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা  তালেবান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়ে সংবাদ মাধ্যমে পাকিস্তান প্রসঙ্গ

সাবেক এমপি ইকবালের ৬৮ কোটি টাকার অবৈধ সম্পদ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৯ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৭:১০ অপরাহ্ণ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল ও তার ছেলে ইমরান ইকবালের নামে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার স্ত্রী এবং আরেক সন্তানের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশও দিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযোগ সংশ্লিষ্ট ডা. এইচ বি এম ইকবালের নামে অর্জিত ২৯৮ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ১৫৯ টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া যায়।

ওই সম্পদের বিপরীতে তার দায় পাওয়া যায় ১৩৯ কোটি ৪ লাখ ৩৮ হাজার ৫৯৪ টাকা। দায় বাদে তার নিট সম্পদ পাওয়া যায় ১৫৯ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৫৬৫ টাকা।

সম্পদের বিপরীতে বিভিন্ন খাতে মোট ১৯০ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ৫৬২ টাকার আয় প্রদর্শন করেছেন তিনি।

আয়ের বিপরীতে তার পারিবারিক ব্যয়সহ অন্যান্য ব্যয় পাওয়া যায় ৯৩ কোটি ২৩ লাখ ৭৫ হাজার ৭৭৯ টাকা।

ওই ব্যয় বাদে তার নিট আয়/সঞ্চয় পাওয়া যায় ৯৭ কোটি ৪১ লাখ ৪৯ হাজার ৭৮৩ টাকা।

ফলে তিনি জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৬২ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৭৮২ টাকা মূল্যের সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় একটি মামলা অনুমোদন করেছে কমিশন।

এদিকে ইমরান ইকবাল জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৫ কোটি ৩ লাখ ৯ হাজার ৪৩৭ টাকা মূল্যের সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় পৃথক আরও একটি মামলা রুজুর অনুমোদন করা হয়।

অপরদিকে ডা. এইচ বি এম ইকবালের স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী ও অপর সন্তান মঈন ইকবালের অর্জিত প্রকৃত সম্পদের পরিমাণ, সম্পদ অর্জনের উৎস এবং জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ উদ্‌ঘাটনের জন্য তাদের নামে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় পৃথক পৃথক সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন করেছে কমিশন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর