সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৯ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ

রাজধানীর পল্লবী ও নিউমার্কেট থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে পল্লবী ও নিউমার্কেট থানা পুলিশ।

নিউমার্কেট থানা এলাকা থেকে গ্রেপ্তাররা হলেন- মো. সজল মিয়া (৪২), মো. বজলু (৩৯), ইউসুফ (৩৯), মো. জহির (৪০), মো. মনির হোসেন (৩৮), মো. ইউসুফ (৩৯), মো. হবিবুর রহমান (৪০), আশরাফুল ইসলাম (১৯) ও মো. সাহাবুদ্দিন (৪০)।

পল্লবী থানা এলাকা থেকে গ্রেপ্তাররা হলেন- মো. মহিউদ্দিন (২২), মো. আরমান (৩০), মো. শাকিল (২০), মো. সুজন (২৫), মো. নাহিদ হাসান (২৪), মো. কাওসার (১৮), মো. জাহিদ (২২), মো. রিয়াজ (১৯), মো. আ. করিম (২০), স্বপন হোসেন (৩৫), মো. নবাব (২২), মো. সোহেল (২০), মো. রফিক (২৩), মো. কবির আহমেদ (২০), মো. আরিফ (২১), মো. খাইরুল ইসলাম (২০), বিশাদ হাসান (২৩), মো. শাকিল, মো. সোহান আহম্মেদ (২২), মো. তুষার খাঁন (২৫) ও মো. হাফিজুল ইসলাম (২২)। এ সময় তাদের কাছ থেকে ৬৪০টি ইয়াবা, দুই বোতল ফেনসিডিল, ৭৫ গ্রাম গাঁজাসহ অবৈধ মাদকদ্রব্য বিক্রির দুই লাখ ৯২ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত বুধবার (৮ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে নিউমার্কেট থানা এলাকার বিভিন্ন স্থান থেকে নয়জনকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, একই দিনে পল্লবী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর