নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে jইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহাজাহান বলেছেন,জাতি ৫৩ বছরের দুর্দশা থেকে মুক্তি পেতে চায়।শুধুমাত্র ক্ষমতার পালাবদল চায়না সন্ত্রাস চাঁদাবাজ ও দূর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র চায়।জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গিয়ে জনগনের সেই আশা আকাংখার প্রতিফলন ঘটাতে বদ্ধপরিকর।তিনি অদ্য ১৯ সেপ্টেম্বর সকাল ৯টায় জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং উপলক্ষে আকবরশাহ থানা জামায়তের উদ্যোগে আয়োজিত ইউনিট দায়ীত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন,পিআর পদ্ধতিতে নির্বাচন,,জুলাই সনদের আইনি ভিত্তি,লেভেল প্লেয়িং ফিল্ড এবং ফ্যাসিস্টের দৃশ্যমান বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবেনা।তিনি আরো বলেন,কেউ কেউ আমাদের বিরুদ্বে অভিযোগ করে জামায়াত নাকি নির্বাচন পিছাতে চায়।আমরা দৃঢ়ভাবে বলতে চাই জামায়াত সবার আগেই তিনশত আসনে প্রার্থী ঘোষণা করে কাজ শুরু করে দিয়েছে কিন্তু অন্যদের ক্ষেত্রে দৃশ্যমান কোনো নির্বাচনী কার্যক্রম চোখে পড়েনা।যারা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান,প্রয়োজনীয় সংস্কারে বাধাগ্রস্ত করছে এবং পিআর পদ্ধতির নির্বাচনের বিরোধীতা করছে নিজেদের ভরাডুবি জেনে তারাই মুলত ফেব্রুয়ারীর নির্বাচনকে পিছিয়ে দিতে চায়।
আকবরশাহ থানা আমীর অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দায়ীত্বশীল সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ডাঃ শাহাদাত হোসেন ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইউসুফ চৌধুরী,থানা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম ও এসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী আফসার উদ্দিন শাহীন প্রমুখ।